
জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। এর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ০এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফাইন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা:
সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কুইকবুক অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজে দক্ষ হতে হবে। এছাড়া যোগাযোগে, এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক।
কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ
বেতন:
বছরে ৬ লাখ ১৩ হাজার ৬৮০ থেকে ৬ লাখ ৯৮ হাজার ৫২০ টাকা (তবে বেতন অভিজ্ঞতার ওপর নির্ভর করবে)
সুযোগ-সুবিধা:
বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা ও প্রশিক্ষণের সুবিধা দেওয়া হবে।
আবেদন করার নিয়ম:
আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ২০ অক্টোবর ২০২২।