খেলাধুলাফুটবল

বার্সেলোনা জিতলে ক্যাম্প ন্যূতে ন’গ্ন হবেন ডিলেটা লিওটা!

আজ রাত ১ টায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সপ্তাহের খেলায় মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিধর ক্লাব বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। গ্রুপ পর্বের হাই ভোল্টেজ এই ম্যাচ নিয়ে আলোচনার কোন শেষ নেই ফুটবলপ্রেমীদের মাঝে।

কেউ এগিয়ে রাখছেন পরিসংখ্যানের বিচারে এগিয়ে থাকা বায়ার্নকে, কেউবা আবার এগিয়ে রাখছেন দারুণ ফর্মে থাকা জাভির নেতৃত্বাধীন বার্সেলোনাকেই। এই আলোচনা, উত্তেজনা শুধু মুখের কথাতেই থেমে নেই। পছন্দের দলের পক্ষে নানা বাজিও ধরছেন অনেকে। তেমনই একজন ডিলেটা লিওটা

আরও পড়ুন: হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি বায়ার্ন-বার্সা!

ইতালিয়ান এই তরুণী পেশায় একজন উপস্থাপিকা। ফুটবলের নানা অনুষ্ঠান উপস্থানা নিয়েই তার কাজ। তাই ফুটবল নিয়ে আগ্রহের কোনো কমতি নেই তার। বেশ ভালো রকমের জ্ঞানও রাখেন এই বিষয়ে। তবে এবার তিনি বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন তার অদ্ভুত বাজির কারণে।

কিছুদিন আগে এই তরুণী গণমাধ্যমকে জানান, গ্রুপ পর্বের এই ম্যাচে বার্সেলোনা যদি বায়ার্নকে অন্তত ৩ গোলের ব্যবধানে হারাতে পারে, তাহলে বার্সেলোনার হোমগ্রাউন্ড ক্যাম্প ন্যূ’তে দর্শকদের সামনে ন’গ্ন হবেন তিনি। আর তাতেই আলোচনা-সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।

আজ রাতেই অবসান ঘটবে সব অপেক্ষার। জানা যাবে শেষ পর্যন্ত কারা জিতে এই হাই ভোল্টেজ ম্যাচ। আর ভরা স্টেডিয়ামে সত্যিই ডিলেটা লিওটাকে নগ্ন হয়ে দাঁড়াতে হবে কিনা বার্সেলোনার বড়ো জয়ে!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।