বিগ বসে অংশ নেবেন অভিনেত্রী নুসরাত!

এবার বিগ বসে অংশ নেওয়ার প্রসঙ্গে আলোচনায় অভিনেত্রী নুসরাত। টালিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়িকা এই অভিনেত্রী। নির্বাচন ও সন্তান জন্ম নিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি এবার বলিউডের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে আবারও আলোচনায় হালের এই জনপ্রিয় নায়িকা।
স্ত্রী নুসরাতের আগেই অবশ্য স্বামী যশ দাশগুপ্ত পাড়ি জমিয়েছেন বলিউডে। বর্তমানে যশ দিব্য খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধে নতুন একটি হিন্দি সিনেমায় কাজ করছেন। তবে নুসরাত সত্যিই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ তিনি এক পুত্রসন্তানের মা। পাশাপাশি বসিরহাট কেন্দ্রের সংসদ নেত্রীর দায়িত্বও রয়েছে তার কাঁধে। এত সব গুরুদায়িত্ব সামলে তিনি কীভাবে বিগ বসে অংশ নেবেন তা পরিষ্কার নয় এখনও।
আরও পড়ুন# শাকিবের সঙ্গে বিয়ে এবং বাচ্চা এত তাড়াতাড়ি না হলেই ভালো হতো: অপু বিশ্বাস
এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে নায়িকা নুসরাত হ্যাঁ বা না কোনো উত্তরই দেননি। তিনি বলেন, এ নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না। তবে গুঞ্জন উঠেছে, তার পারিশ্রমিক নিয়ে কথাবার্তা চলছে। তা ঠিক হয়ে গেলেই মুম্বাইয়ে বিগ বসে অংশ নিতে পাড়ি জমাবেন এই টালিউড সেনসেশন।
উল্লেখ্য বিগ বস বলিউডের অন্যতম জনপ্রিয় একটি রিয়েলিটি শো। এই শোয়ের মাধ্যমে অনেক জনপ্রিয় তারকারা বলিউডে পা রেখেছেন। আবার অনেকেই অখ্যাত অবস্থান থেকে জায়গা করে নিয়েছেন খ্যাতির চূড়ায়। হয়ে উঠেছেন শীর্ষ তারকা। শেহনাজ গিল, সিদ্ধার্ত শুক্লা বিগ বসের অন্যতম তারকা জুটি ছিলেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা