খবরজাতীয়শিক্ষাসন্দেশ

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম!

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গেটের সামনে লোক সমাগম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চালানো হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ১ নং খোকসা ইউনিয়ন পরিষদে। এদিকে ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা মানুষের সমাগমের ফলে স্কুলের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মোড়াগাছা ইউনিয়নের বাসিন্দা ফারুক হোসেন বলেন, ইউনিয়ন পরিষদে সবসময় অনেক লোকজন আসা-যাওয়া করে। যেমন: গ্ৰাম্য সালিশ বৈঠক, পারিবারিক বিরোধ, জন্মনিবন্ধন সনদসহ অনেক কাজে প্রতিদিন অনেক মানুষ এখানে আসে। এর ফলে স্কুলের শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। দ্রুত ইউনিয়ন পরিষদের কার্যক্রম অন্য জায়গায় স্থানান্তর করা হোক।

স্কুলের শিক্ষার্থীরা জানায়, স্কুলে ইউনিয়ন পরিষদের কারণে তাদের অনেক সমস্যা হচ্ছে। ইউনিয়ন পরিষদে শত শত মানুষ আসা-যাওয়া করে। এতে তারা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলে। অনেক সময় অনেক মানুষের সমাগম এবং চিৎকার-চেঁচামেচিতে অনেক বিরক্ত বোধ হয় এসব কোমলমতি শিক্ষার্থীর।

আরও পড়ুন# হবিগঞ্জে পানি চলাচলের নালা নিয়ে সংঘর্ষে আহত ২৫!

খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তাকে ফোন দিলেও পাওয়া যায়নি।

মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী বলেন, ‘ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো জায়গা না থাকায় মাসিক ২ হাজার টাকায় স্কুলের রুমগুলো ভাড়া দেয়া হয়েছে। যখন প্রয়োজন হবে, তার তিন মাস আগে জানালে তারা ছেড়ে দেবে। ইউনিয়ন পরিষদের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে।’

ইউনিয়ন পরিষদের সচিব মো. আবুল কাশেম জানান, ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো জায়গা বা ভবন না থাকায় স্কুলের রুমগুলো ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে এমনটা আমার জানা নেই। তবে স্কুলের রুম ভাড়া নিয়ে এভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলতে পারে না। এ বিষয়টি খতিয়ে দেখার পর ব্যবস্থা নেয়া হবে।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।