আগামী মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের প্রস্তুতির কথা মাথায় রেখেই এই মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। তবে বাংলাদেশের পরিকল্পনায় এসেছে পরিবর্তন।
বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরও একটা সুযোগ পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন: এই দেশে যোগ্য লোকের মূল্যায়ন হয় না, হবেও না: রিয়াদের স্ত্রী মিষ্টি
আগে থেকেই শোনা যাচ্ছিল, ত্রিদেশীয় সিরিজের আগে দেশের বাইরে চারদিনের একটি বিশেষ ক্যাম্প করবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার বাহিনী। তবে এই ক্যাম্প কোথায় হবে সেটি নিশ্চিতভাবে জানা যায়নি এতদিন। নানা চিন্তাভাবনা শেষে আজ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। শেষমেশ সংযুক্ত আরব আমিরাতকেই বেছে নিয়েছে তারা।
বিসিবি জানিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দ্যেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে বলেও গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবি।