ক্রিকেটের অন্যতম বড়ো ও জাঁকজমকপূর্ণ আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্ট মাঠে গড়াতে বাকি আছে আরও এক মাসেরও বেশি সময়। তবে বিশ্বকাপ ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে এরই মধ্যে। এমনকি টিকিট নিয়ে কাড়াকাড়িও শুরু হয়ে গেছে সমর্থকদের। ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার শেষ হয়ে গেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সব আগাম টিকিটও।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান বরাদ্দ অনুসারে ২৭ অক্টোবর সিডনিতে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আগ্রহী দর্শকদের অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছে বাড়তি টিকিট ছাড়ার আগ পর্যন্ত।
আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে ৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ১৬টি আন্তর্জাতিক দলের লড়াই দেখতে ৮২টি দেশের দর্শক টিকিট কিনেছেন বলে আইসিসি থেকে জানানো হয়।
আরও পড়ুন: না ফেরার দেশে আম্পায়ার আসাদ রউফ!
বিশ্বকাপ মিশনে বাংলাদেশের প্রথম ম্যাচ অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নয়। গত আসরে প্রথম রাউন্ড খেলতে হলেও এবার বাংলাদেশ অংশ নেবে সরাসরি সুপার টুয়েলভে। ফলে ১৬ অক্টোবর টুর্নামেন্ট শুরু হলেও সাকিবরা নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ২৪ অক্টোবর। এই ম্যাচের প্রতিপক্ষ এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি।
প্রথম রাউন্ড থেকে উঠে আসা ‘এ’ গ্রুপের রানার্সআপ দলই হবে সাকিবদের প্রথম প্রতিপক্ষ। যেখানে আছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।