
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে কোয়ালিফায়ার শুরুর আগেই বড়ো ধাক্কা বাংলাদেশের শিবিরে। ইনজুরির কারণে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম এবং করোনা পজিটিভ হয়েছেন ব্যাটার ফারজানা হক পিংকি।
বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুশীলনে ডান হাতে চোট পান দলের তারকা পেসার জাহানারা। হাতে চারটি সেলাই করতে হয়েছে তার। জানা গেছে দেশে ফিরিয়ে আনা হবে এই পেসারকে। তার বদলে রিজার্ভ থেকে স্কোয়াডে নেয়া হয়েছে ফারিহা ইসলাম তৃষ্ণাকে।
আরও পড়ুন: আরব আমিরাতের উদ্দেশ্যে আজ দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা!
অন্যদিকে, ব্যাটার ফারজানা হক পিংকি কোভিড পজিটিভ হয়েছে। কোভিড প্রটোকল অনুযায়ী তার চিকিৎসা চলবে। তাকেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশে ফিরিয়ে আনা হবে। তার পরিবর্তে ডাক পেয়েছেন সোহাইলি আক্তার।
নারী দলের ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে পরিবর্তিত এই দুই ক্রিকেটার আগামীকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন।
কোয়ালিফায়ার শুরুর আগেই দলের অভিজ্ঞ ও নিয়মিত দুই সদস্যকে হারিয়ে বড়সড় চাপে থাকবে বাংলাদেশের বাঘিনীরা। আগামী ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে লাল সবুজের মেয়েরা।