জাতীয়ধর্মসন্দেশ

বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে বরণ করতে বিমান বন্দরে মানুষের ঢল!

জানা গেছে, সদ্য বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীম ও তার শিক্ষক আজ রাত ১টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছেন। হাফেজ তাকরীমকে বরণ করে নিতে এয়ারপোর্টে উপস্থিত রয়েছেন ফয়জুল কুরআন পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

অন্যদিকে বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে বরণ করতে ইতোমধ্যে বিমান বন্দরে শত শত মানুষ ভিড় করেছেন। মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, ‘বিশ্বজয়ী এ হাফেজকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বহু কোরআন প্রেমিক, ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাদের এ আবেগ ও ভালোবাসার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে জানাচ্ছি, আগামী ২৬ সেপ্টেম্বর, সোমবার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা এর সংলগ্ন প্রশস্ত কোনো জায়গায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, পবিত্র মক্কায় ১১১টি দেশের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের হয়ে হাফিজ সালেহ আহমেদ তাকরীম তৃতীয় স্থান অর্জন করেছেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।