প্রযুক্তিবিজ্ঞান ও প্রযুক্তি

বিশ্বের প্রথম উড়ন্ত বাইক ‘এক্সটুরিসমো’ এর আত্মপ্রকাশ!

সম্প্রতি যুক্তরাষ্ট্রে আত্মপ্রকাশ করল বিশ্বের প্রথম উড়ন্ত বাইক। এটিই উড়ন্ত গাড়ির পর বিশ্বের প্রথম উড়ন্ত বাইক ‘এক্সটুরিসমো’। গত বৃহস্পতিবার বাইকটি যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট গাড়ি প্রদর্শনীতে আত্মপ্রকাশ করে। এই গাড়ি নির্মাণ করছেন জাপানি নির্মাতারা। তারা যুক্তরাষ্ট্রের বাজারে আগামী বছর বাইকটি উন্মুক্ত করার পরিকল্পনা করছেন।

জানা গেছে, এই উড়ন্ত বাইকটি উড়তে পারে ৪০ মিনিটের জন্য এবং এটাকে এক ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ওড়ানো যাবে। এই উড়ন্ত বাইক বা এক্সটুরিসমো নির্মান করেছেন জাপানের স্টার্টআপ এয়ারউইনস টেকনলজিস।
শুক্রবার রয়টার্সের পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যায়— একজন ব্যক্তি এই উড়ন্ত বাইকটি হাওয়ার মাঝে চালিয়ে সাবধানে মাটিতে নেমে আসছে। ওই ভিডিয়োতে বিশ্বের প্রথম উড়ন্ত বাইকের বৈশিষ্ট্যগুলো দেখানো হয়।

আরও পড়ুন# রেডমি ফোন বিস্ফোরণে এক নারীর মৃত্যু!

বাইকটিকে পরীক্ষামূলকভাবে উড়ানোর পর ডেট্রয়েট গাড়ি প্রদর্শনীর সহসভাপতি থাড সজোট বলেছেন, “মনে হচ্ছে আমার বয়স কমে ১৫ হয়ে গেছে, আমি ‘স্টার ওয়ারস’ থেকে বেরিয়ে এসে বাইকে ঝাঁপিয়ে পড়েছি।” সজোট আরও বলে— ‘আমি বলতে চাচ্ছি এটি আসলেই অসাধারণ। আমার লোম খাড়া হয়ে গেছে। নিজেকে ছোটো বাচ্চার মতো মনে হচ্ছে।’

জানা যায়— এই উড়ন্ত বাইকটির দাম হাঁকা হয়েছে সাত লাখ ৭৭ হাজার মার্কিন ডলার। তবে এই বিষয়ে কোমাতসু জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে খরচ কমিয়ে ৫০ হাজার মার্কিন ডলারের একটি ছোটো আকৃতির বৈদ্যুতিক সংস্করণ বের করার আশা করছে কোম্পানিটি।

তাছাড়াও সেপ্টেম্বরের শুরুর দিকে এয়ারউইনস বলেছিল— তারা একটি বিশেষ অধিগ্রহণ সংস্থার সাথে একীকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চাইছে, যার মূল্য হবে ৬০ কোটি মার্কিন ডলার।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।