ক্রিকেটখেলাধুলা

বিয়েটা সেরেই ফেললেন মুনিম শাহরিয়ার!

অনুলিপি ডেস্ক: অনেক প্রত্যাশার চাপ নিয়ে জাতীয় দলে এসেছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে ভরসা হতে। কিন্তু বারবার সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি বিপিএল থেকে উঠে আসা মুনিম। তবে নিজের ব্যক্তিগত দ্বিতীয় ইনিংস টা শুরু করতে দেরি করলেন না তিনি। বিয়ের পিঁড়িতে বসেছেন এই ওপেনার।

আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মুনিম শাহরিয়ার। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে তিনি এখন জাতীয় দলের ওপেনার।

জিম্বাবুয়ের উদ্দেশে আগামী ২৬ জুলাই দেশ ছাড়বে দল। তার আগেই জীবনের নতুন ইনিংসটি শুরু করে দিলেন মুনিম। গত ২২ জুলাই বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।

মুনিমের স্ত্রীর নাম ইফাত কথা। ময়মনসিংহের বাসিন্দা তিনি। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন ইফাত।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মুনিম। প্রকাশ করেছেন সহধর্মিণীর ছবি।

ছবির ক্যাপশনে মুনিম ক্যাপশনে লিখেছেন— ‘গত ২২ জুলাই আমি বিয়ে করেছি। সব কিছু রাতারাতি হওয়াতে আমি কাউকেই দাওয়াত দিতে পারিনি। ইনশাআল্লাহ, সামনে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুন।’

আরও পড়ুন: সাকিবের অনন্য রেকর্ড 

চলতি বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টির মাধ্যমে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মুনিমের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলেও ছিলেন তিনি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।