জাতীয়সন্দেশ

বিয়ের দাবিতে অনশন করলেন প্রেমিকা, অবশেষে বিয়ে!

বিয়ের দাবিতে অনশন করে অবশেষে সফল হয়েছেন এক প্রেমিকা। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জে।

জানা গেছে, প্রায় ছয় বছর আগে পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন রিয়াদ ও আরিফা। সেখান থেকেই পরিচয় তাদের। পরে পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

আরও পড়ুন# সাতক্ষীরায় বন্যার পানিতে কবর থেকে ভেসে উঠল লা’শ!

হঠাৎ গত ৯ সেপ্টেম্বর বিদেশে যাওয়ার উদ্দেশে এলাকায় চলে আসেন রিয়াদ। এ সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দু’জনের। একপর্যায়ে মঙ্গলবার রিয়াদের গ্রামের বাড়িতে চলে আসেন প্রেমিকা আরিফা। বিয়ের দাবিতে অনশনে বসেন তিনি।

চারঘণ্টা ধরে অনশন করার পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। এ সময় দুই পরিবারকে ডাকা হয়। পরে উভয় পরিবারের সম্মতিতে মঙ্গলবার রাত ৯টার দিকে বিয়ে সম্পন্ন হয়।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম শেখ। আরিফা আক্তার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নম্বর পার রামরামপুর ইউনিয়ন পরিষদের ভাতখাওয়া গ্রামের আমিন উল্লাহর মেয়ে। প্রেমিক রিয়াদ ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নের বাসিন্দা।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।