বিয়ে করতে ভয় পান অভিনেত্রী ববি!
ঢালিউডের অন্যতম আবেদনময়ী নায়িকা ববি জানিয়েছেন বিয়ে করতে তিনি ভয় পান!
এই নায়িকা ২০১০ সালে প্রথম পা রেখেছিলেন ঢালিউডে। ‘খোঁজ-দ্য সার্চ’ ছিল তার অভিনীত প্রথম সিনেমা। বেশ কম সময়েই তিনি সিনেমা জগতের একজন সফল নায়িকা হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন।
ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় থাকা এই নায়িকার বর্তমানে হাতে অনেক কাজ থাকার দরুন বেশ ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে। সম্প্রতি তার অভিনয় করা ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের একটি সিনেমার মহরত হয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্র হিসেবে অভিনয় করছেন তিনি। বর্তমানে কাজ নিয়ে তার ব্যস্ততার সূত্র ধরে তিনি বলেন, ‘‘পাপ’ সিনেমার কাজ শেষ হয়ে গেছে। এখন সেটি মুক্তির অপেক্ষাতে আছে। পাশাপাশি ময়ূরাক্ষী শিরোনামের আরেকটি সিনেমার কিছু কাজ বাকি রয়েছে। হাতে থাকা নতুন সিনেমার মধ্যে ‘এবার তোরা মানুষ হ’, আজকের এই সিনেমাটি সহ আরও বেশ কিছু সিনেমাতে কাজ করতে যাচ্ছি।’
আরও পড়ুন# আবেগে পাপমুক্ত ছবি বলে ফেলছি : রাসেল মিয়া
সিনেমা নিয়ে কথা বলতে বলতে কথাপ্রসঙ্গে গণমাধ্যম কর্মীর প্রশ্ন করেন, ‘নতুন সিনেমাগুলো নিয়ে কেমন প্রত্যাশা আপনার?’ আর এই প্রশ্নের উত্তরে ববি বলেন, ‘আসলে প্রত্যাশা তো থাকেই। যাতে সব কিছু ভালোভাবে হয়। মূলত দর্শকদের কাছে যেন পৌঁছাতে পারে। ভিন্ন ভিন্ন যেসব চরিত্রে অভিনয় করছি, তাতে আমি আশা করব যেন মানুষ আমার এই নিত্যনতুন চরিত্রগুলো পছন্দ করে। আশা করু ভালো কিছু হবে অবশ্যই।’এর মধ্যেই গণমাধ্যের প্রশ্ন, ‘বিয়ে করছেন কবে?’
গণমাধ্যমের করা এমন প্রশ্নের উত্তরে ঢালিউডের এই লাস্যময়ী উত্তর দেন ‘সময় হলে করব, তবে বিয়ে করতে অনেক ভয় লাগে!’