অদ্ভুতুড়েআন্তর্জাতিকসন্দেশ

বিয়ে বাড়িতে হঠাৎ হাতির আগমন, এরপর যা হলো!

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে হঠাৎ করেই বিয়ে বাড়িতে ঢুকে পড়ে মস্ত এক হাতি। আর এরপর বিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড।

ভিডিয়োতে দেখা যায়, একটি বিয়ে বাড়িতে স্টেজের উপর বর কনে দাঁড়িয়ে এবং তাদের চার পাশে দাঁড়িয়ে আছেন অনেক অতিথি। সকলেই মূলত বিয়ে দেখছে। পুরোহিত মন্ত্র পড়ে চলছেন। হবে মালাবদল অনুষ্ঠান আর এমন সময় বিয়ে বাড়িতে প্রবেশ করে এক মস্ত বড়ো হাতি।

হাতিটিকে দেখে মুহুর্তেই বিয়ে বাড়িতে উপস্থিত সকলে এদিক সেদিক পালাতে শুরু করেন। কিন্তু ওই বিশাল হাতিটি অন্য কোনোদিকে না গিয়ে সোজা হাজির হয় মণ্ডপের সামনে। এরপর ঘটে সেই আশ্চর্যজনক ঘটনা। হাতিটি তার শুঁড় দিয়ে মালা তুলে নেয়।

আরও পড়ুন# কনের বোনের গলায় মালা পরালেন বর, এরপর বিয়ের মণ্ডপেই ঘটল আজব ঘটনা!

এরপর সেই মালা প্রথমে বউয়ের গলায় পরিয়ে দেয়৷ আর এই ঘটনা দেখে সবাই চমকে ওঠেন। তখন হাতিটি আরেকটি মালা নিয়ে বরকে পরিয়ে দেয়। আর এই ঘটনার ভিডিয়োই ভাইরাল হয়েছে।

ভিডিয়োতে থাকা হাতিটি আদতে বর কনেকে আর্শীবাদ করতেই মণ্ডপে যায়। কিন্তু হঠাৎ এমন হাতির অনুপ্রবেশ হওয়াতে অনেকেই বিগড়ে যায় এবং দৌড়াদৌড়ি করে। তবে হাতিটি কারো ক্ষতি করেনি। আর এই ভিডিয়োটি ইন্সটাগ্রামে শেয়ার করা হয় comedynation.teb নামের একটি প্রোফাইল থেকে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।