খবরবিনোদন জগৎ

বুবলির জন্য ভাত আর কাঁচামরিচ জোগাড় করেছিলেন শাকিব!

সম্প্রতি চিত্রনায়িকা শবনম বুবলি জানিয়েছেন, তার জন্য ভাত আর কাঁচামরিচ এনে দিয়েছিলেন শাকিব খান। ‘বসগিরি’ সিনেমাটির মাধ্যমে ঢালিউডে বুবলি প্রথম পা রাখে। এই সিনেমাটিরই একটি গান ‘দিল দিল’ সম্প্রতি ১০০ মিলিয়ন ভিউ পেয়েছে। আর সেই উপলক্ষে খুশি সবার মধ্যে ভাগ করে নিতেই গেল মঙ্গলবার ফেসবুক লাইভে আসেন বুবলি।

আরও পড়ুন# নেটফ্লিক্সের সমকামী কনটেন্ট সরানোর দাবি!

বুবলি লাইভে এসে সেই গানটির শ্যুটিংয়ের কিছু সুন্দর মুহুর্তগুলো ভক্তদের মাঝে প্রকাশ করেন। জানান গানটির শ্যুটিং হয়েছিল থাইল্যান্ডে। আর বিদেশ বিভুঁইয়ে তিনি নিজের দেশি খাবার খুব মিস করছিলেন। তিনি আরও বলেন, তিনি ঝাল খেতে খুবই পছন্দ করেন। আর ভাতের সঙ্গে সব সময় কাঁচামরিচ খেতে ভালোবাসেন বুবলি। যেকারণে থাইল্যান্ডে গিয়ে ভাত ও কাঁচামরিচ না পেয়ে বেশ হতাশ হয়েছিলেন এই অভিনেত্রী।

বুবলি আরও জানান, সকাল থেকে রাত পর্যন্ত তাসের গরমের মধ্যে শুটিং করতে হয়েছিল। পাশাপাশি বিরতিতে বিভিন্ন ফল ও জুস খেতেন। ছিল বিভিন্ন খাবারের ব্যবস্থাও। দুপুরের খাবারে খেতেন থাইল্যান্ডের হরেক রকম লোকাল খাবার। তবে যত যাই হোক ভেতো বাঙালি তো, ভাত আর কাঁচামরিচের অভাব বোধ করছিলেন ভীষণ। সেই সিনেমায় বুবলির সহ অভিনেতা ছিলেন শাকিব খান। শাকিব খান বুবলির ভাত, কাঁচামরিচের বিষয়টি বুঝতে পেরে অভিনেত্রীর জন্য দেশের বাইরেও ভাত ও কাঁচামরিচের ব্যবস্থা করে দিয়েছিলেন। শ্যুটিয়ের সেসব স্মৃতি মনে করে বুবলি বলেন, শুটিংয়ে ভালো সময়ের চেয়ে মূলত কষ্টটাই বেশি থাকে। কিন্তু কষ্টটাও সার্থক হয় যখন দর্শক ভালোবাসে!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।