বুবলীর পেটে কার বাচ্চা এটা নিয়ে তোমাদের এত মাথাব্যথা কেন: দেলোয়ার জাহান ঝন্টু

চিত্রনায়িকা বুবলীর মা হওয়া বিষয়ক প্রশ্ন করতেই ইউটিউবারের ওপর রেগে গেলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।
কয়েদিন ধরেই বুবলী ও শাকিবের ইস্যু দেশের ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। আর চলমান এই ইস্যু নিয়ে ইউটিউবাররা দেলোয়ার জাহান ঝন্টুর কাছে গিয়ে বিতর্কিত প্রশ্ন করতেই তাদের ওপর খেপে গেলেন তিনি। দেলোয়ার জাহান ঝন্টুর রাগারাগির সেই ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। আর এই সুযোগটিকেই কাজে লাগানোর জন্য তাকে এখন কতিপয় ইউটিউবার’রা রাগাতে চেয়েছিল।
বুবলীর সন্তান প্রসঙ্গে বিতর্কিত প্রশ্ন করতেই এই নির্মাতা রীতিমতো খেপে গিয়ে বলেন, বুবলীর পেটে কার বাচ্চা এটা নিয়ে তোমাদের এত মাথাব্যথা কেন? তুমি কি বুবলীকে ভালোবাসতা? নাকি তুমি ওকে বিয়ে করবা যে বাচ্চা নিয়ে তোমার এত মাথাব্যাথা? কেন তোমরা মানুষজনকে শোনাতে চাও এসব?
আরও পড়ুন# শাকিবের জন্যে ১৩ বছর বয়সী কিশোরী গ্রাম থেকে পালিয়ে এলেন ঢাকায়!
তিনি আরও বলেন, ‘বুবলীর পেটে বাচ্চা, এটা নিয়ে তোমার মাথাব্যথা কেন, বাচ্চাকে কি তুমি পেলেপুষে বড় করেছো? নাকি তুমি তাকে নায়িকা বানিয়েছো, তা তো না? কেন এটা নিয়ে তোমরা শুধু শুধু বিরক্ত করছো? দর্শকরা এগুলো শুনলে তো ওর ছবি দেখবে না। আমরা একটা ভালো নায়িকা থেকে বঞ্চিত হব।’
উত্তপ্ত বাক্যে ঝন্টু আরও বলেন, দর্শক নায়ক নায়িকাদের মনে করে স্বপ্নের মানুষ। কিন্তু তারাও তো রক্ত মাংসের মানুষ! এসব মনে করে বলে তারা নায়ক নায়িকাদের সিনেমা দেখতে হলে যায়। আর এই বিতর্কগুলো ছড়িয়ে পড়লে ওদের ক্ষতি হয়। এরপর হলে দর্শক আর সিনেমা দেখতে যাবেনা তাদের। এ জন্য ওরা (নায়ক-নায়িকা) এগুলোকে আড়ালে রাখতে চায়। ওদের দিক থেকে এটা ঠিক কাজই করেছে।