বুবলী আপু ইজ ভেরি গুড গার্ল: পূজা চেরি

‘বুবলী আপুর সঙ্গে আমার দুইটা অনুষ্ঠানে দেখা হয়েছে। আমার কাছে মনে হয়েছে আর মানুষের মুখেও শুনেছি সি ইজ ভেরি গুড গার্ল, খুবই ভালো একটি মেয়ে সে। তার ব্যবহারও খুবই ভালো। যতটুকুই কথা হয়েছে, হাই হ্যালোই কথা হয়েছে একটা অ্যাওয়ার্ড শো’য়ে। আমার কাছে মনে হয়েছে তিনি খুবই ভালো এবং অসাধারণ একজন মানুষ।’
অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীকে নিয়ে এভাবেই কথা বললেন অভিনেত্রী পূজা চেরি। সম্প্রতি তার অভিনীত হৃদিতা সিনেমাটি মুক্তি উপলক্ষে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব বলেন পূজা। বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে যে ঘটনাটি ছড়িয়েছে সে বিষয়ে জানতে চাইলে পূজা বলেন, ‘এইটা শুনে আমি অবাক হয়েছি। একটা কথা বলে দিলাম, আর সেটা সহজে মানুষ বিশ্বাস করে ফেলল। আমি আসলে কিছু বলিনি কাউকে। কাউকে বলতেও চাইনি। কারণ এটা ভুয়া একটা নিউজ। ঘণ্টা দুই ঘণ্টা পরে মানুষ বুঝে যাবে এটা ফেক নিউজ। এজন্য কিছু না বলে চুপ ছিলাম।’
আরও পড়ুন# প্রকাশ্য সভায় দাদু অমিতাভের সঙ্গে ঋতুস্রাব নিয়ে আলোচনা করলেন নাতনি নভ্যা!
অভিনেত্রী আরও বলেন, ‘কিন্তু এখন দেখছি কিছু না বলার কারণে ব্যাপারটা নোংরামো হয়ে যাচ্ছে। কিছু না বলার কারণে এতবেশি এটি ছড়িয়ে পড়েছে যে আমি পরবর্তীতে ক্লিয়ারও করেছি তার সাথে আমার মাত্র দুইদিন দেখা হয়েছে। সবকিছু দেখে মনে হয়েছে সি ইজ ভেরি পজিটিভ, খুবই ভালো। এরকম ঘটার প্রশ্নই আসে না।
শাকিব সম্পর্কে বলতে গিয়ে পূজা বলেন, ‘সে তো একজন সুপারস্টার, একজন ভালো অভিনেতা। একদম ফুল প্যাকেজ।’ এর বেশি কিছু বলেননি পূজা। পূজা চেরি অভিনীত হৃদিতা সিনেমাটি আজ দেশের ২১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।