খবরজাতীয়বিনোদন জগৎসন্দেশ

কৌতুক অভিনেতা রনির শারীরিক অবস্থার উন্নতি!

গাজিপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাই তাকে কেবিনে স্থানান্তরের কথাও ভাবছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয় ডা. সামন্ত লাল সেন এই তথ্য নিশ্চিত করেন। ডা. সামন্ত লাল সেন জানান, রনির শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। সে এখন কথাবার্তাও স্বাভাবিকভাবে বলছে। স্বাভাবিকভাবে খাবার-দাবারও খেতে পারছে এবং শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। তার শ্বাসনালির আশঙ্কাও এখন আর নেই।

তিনি আরও বলেন, আগামী শনিবার তার শরীরে পরবর্তী ড্রেসিং করা হবে। তারপরে তাকে কেবিনে নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

আরও পড়ুন# রাজা চার্লসের স্ত্রী ক্যামিলার রূপের রহস্য, কী ব্যবহার করেন রানি?

এদিকে দগ্ধ পুলিশ সদস্য জিল্লুর রহমানের শারীরিক অবস্থারও আগের চেয়ে উন্নতি হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চার বছরপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত একটি অনুষ্ঠানস্থলের পাশে গ্যাস বেলুন মাটিতে পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মিরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ দগ্ধ হন আরও পাঁচজন।

রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে  সেদিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে।  তাদের চিকিৎসার জন্য গঠন কতা হয়েছিলো ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড।

 

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।