বৃদ্ধার পেট হতে বের হলো ৫৫টি ব্যাটারি!

মানসিক কষ্টে নিজের ক্ষতি করতে গিয়ে পরপর ব্যাটারি খেয়েছেন এক বৃদ্ধা। এরপর তার অস্ত্রোপচার করতে গিয়ে হতবাক চিকিৎসকরা, কারণ ১ টা বা ২ টা নয়, পেট হতে বের হয়েছে মোট ৫৫ টি ব্যাটারি। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আয়ারল্যান্ডের ডাবলিনে।
জানা যায়, ৬৬ বছর বয়সী বৃদ্ধা মনের কষ্টে ব্যাটারি খেয়েছে। এরপর, তার পেট হতে চিকিৎসকরা ‘ডবল এ’ এবং ‘ট্রিপল এ’ আকারের মোট ৫৫টি ব্যাটারি উদ্ধার করেছেন। আর এই ঘটনা গত বৃহস্পতিবার বিশদভাবে প্রকাশিত হয়েছে আইরিশ মেডিক্যাল জার্নালে।
প্রতিবেদন অনুসারে, চিকিৎসক ওই বৃদ্ধা মহিলার পেটে এক্স-রে করে অগনিত ব্যাটারি দেখতে পান। তারা প্রাথমিকভাবে মনে করেছিলেন যে ব্যাটারিগুলো বৃদ্ধার মলত্যাগের মাধ্যমে বের হয়ে আসবে। তবে বৃদ্ধা হাসপাতালে ভর্তির এক সপ্তাহ পর অবধি মাত্র ৫টি ব্যাটারি মলের সাথে বের হয়।
অন্যদিকে, ব্যাটারির ওজনের কারণে বৃদ্ধার নিম্নভাগের হাড়ে চাপ পড়ছিল। তাই পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকরা অস্ত্রপচার করতে বাধ্য হন এবং পেটে অস্ত্রপচার করে ৪৬টি ব্যাটারি উদ্ধার করেন। এরপর আরও ৪ টি ব্যাটারি মলদ্বার দিয়ে বের হয়ে আসে।
তবে আশ্চর্যের বিষয় হলো, এই ব্যাটারিগুলো এতদিন ধরে বৃদ্ধার পেটে থাকলেও তাতে বৃদ্ধার অভ্যন্তরীণ কোনো অঙ্গে ক্ষত হয়নি।