
মঙ্গলবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে রাজধানীতে। যানজট ও বৃষ্টিস্নাত আবহাওয়ায় জনজীবনে স্থবিরতা। বৃষ্টির প্রভাব পড়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলেও। আজ জাতীয় ফুটবল দল ও নৌবাহিনী ফুটবল দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি দুই দলের খেলোয়াড়রা। ফলে খেলাটিও আর অনুষ্ঠিত হয়নি।
আরও পড়ুন: ফের ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের!
বাংলাদেশ জাতীয় দলের ম্যাচটি অনুষ্ঠিত না হলেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন অনুষ্ঠিত হয়েছে উত্তরাস্থ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) খেলার মাঠে।
এই সপ্তাহেই জামালরা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলেছে। আগামীকাল রাতে কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তারই প্রস্তুতি হিসেবে এই ম্যাচগুলো খেলার কথা ছিল বাংলাদেশ দলের।
আগামীকাল দেশ ছাড়ার আগে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানেই জানা যাবে বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও দলের সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে।