জাতীয়সন্দেশ

বেআইনি জমি দখল প্রতিরোধে তৈরি হবে আইন: ভূমিমন্ত্রী

আগামী বছরের (২০২৩ সালের) জানুয়ারি থেকে বেআইনি জমি দখল প্রতিরোধে নতুন আইন আসবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বুধবার (২১ সেপ্টেম্বর) বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, যথাযথ দলিলাদি ছাড়া কেবল দখল করে জমির মালিকানা এই যুগে অবিচার।

তিনি আরও বলেন, এরআগে ই-নামজারি ব্যবস্থা চালু করা হয়েছে। নামজারি সিস্টেমে আবেদন, ফি প্রদান এবং আবেদন মঞ্জুর শেষে প্রয়োজনীয় দলিলাদি, যেমন ডিসিআর ও খতিয়ান সংগ্রহ প্রক্রিয়া সবকিছুই এখন ডিজিটাল। এছাড়া আগামী পহেলা অক্টোবর থেকে ই-নামজারি ব্যবস্থায় ম্যানুয়ালি/নগদ টাকায় কোনো ফি জমা নেয়া হবে না।

আরও পড়ুন# পরপুরুষ দেখবে, তাই ঘরে আটকে চিকিৎসা! বাঁচানো যায়নি ফাহমিদাকে!

বেআইনি জমি দখল করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘দলিলাদি যার, জমি তার’ এই ভাবনা থেকেই ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’র খসড়া তৈরির কাজ করছে ভূমি মন্ত্রণালয় (দলিলাদি বলতে যথাযথ নিবন্ধন দলিল, খতিয়ানসহ আনুষঙ্গিক নথিপত্র)।

তিনি বলেন, এই আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে পরীক্ষণের জন্য; এরপর আইন প্রণয়নের জন্য খসড়া শেষে সংসদে পাঠানো হবে। কেউ যতো বছরই জোর করে কোনো জমি দখল করে রাখুক না কেন, যথাযথ দলিলাদি ছাড়া বেআইনি দখলদারের মালিকানা এই আইনে কখনোই তা স্বীকৃতি দেওয়া হবে না।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।