বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ!

ভারতে বিশ্বকর্মা পূজার কারণে বেনাপোল বন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে রাখা হয়। তবে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক অবস্থায় রয়েছে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শনিবার পূজার ছুটি থাকায় ট্রাক ড্রাইভার ও শ্রমিকদের অনেকেই পণ্য লোড করতে আসেননি। তাই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
আরও পড়ুন# বিশ্বের প্রথম উড়ন্ত বাইক ‘এক্সটুরিসমো’ এর আত্মপ্রকাশ!
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, পূজার কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্লা জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট আমাদের জানিয়ে দিয়েছেন। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হয়েছে।