আন্তর্জাতিকসন্দেশ

বৈশ্বিক সংকট মোকাবেলায় ঐক্যের ডাক দিলেন জাতিসংঘ মহাসচিব!

বৈশ্বিক সংকট মোকাবেলায় সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতরেজ।

গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।

এ সময় গুতেরেজ সংঘাত, জলবায়ু পরিবর্তন, ভঙ্গুর বৈশ্বিক আর্থিক ব্যবস্থা, দারিদ্র্য, অসমতা, মহামারি, ক্ষুধা ও বিভক্তির কথা তুলে ধরে বলেন। তিনি বলেন, শান্তি, মানবাধিকার ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার কাজ নিয়ে আমরা বিপদের মুখে পড়েছি। এ থেকে উত্তরণের জন্যে প্রত্যেক দেশ ও জাতিকে এগিয়ে আসতে হবে।

সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের এই অধিবেশনের শুরুতে জাতিসংঘের মহাসচিব আরও বলেন, অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দরকার অব্যাহত সংহতি, যা আমরা এই সংস্থায় বৃহৎ অঙ্গীকার ও সম্ভাবনার মধ্য দিয়ে প্রদর্শন করি।

আরও পড়ুন# ৩০ বছর পর বিহারে ভেসে উঠল শতবর্ষী মসজিদ!

আগামী সপ্তাহে বিশ্বের উল্লেখযোগ্য সরকার ও রাষ্ট্রপ্রধান সাধারণ অধিবেশনে পর্যায়ক্রমে তাদের বক্তব্য রাখবেন।

এদিকে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান আগামী সোমবার লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অনেক দেশের নেতাই অংশ নেবেন। একই দিনে জাতিসংঘে শিক্ষা সংক্রান্ত একটি শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে ৯০ জন নেতা অংশ নেবেন বলে নিশ্চিত হওতা গেছে।

গুতেরেজের মুখপাত্র জানান, রানির শেষকৃত্যে যোগ দিতে তিনি লন্ডনে যাবেন না। বৈশ্বিক সংকট মোকাবেলায় গুতরেজের আহ্বানে সাড়া দেওয়ার আমন্ত্রণও জানান তিনি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।