
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দুইটি পরিবর্তন আনা হয়েছে প্রথম ম্যাচের একাদশে। দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়েছে। এই সিরিজটি মূলত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই খেলছে টাইগাররা। এই সিরিজ থেকেই টিম কম্বিনেশন ঠিকঠাক করে নিতে চায় বাংলাদেশ। তাই বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াড ও স্ট্যান্ডবাই তালিকায় থাকা খেলোয়াড়রাই খেলছেন এই সিরিজে।
আরও পড়ুন: টি-টেনে একই দলে সাকিব, সোহান, মৃত্যুঞ্জয়!
সিরিজের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে জয়ে স্বস্তি থাকলেও দুশ্চিন্তারও অন্ত নেই টিম টাইগার্সের। মাত্র ৭ রানে জেতা ওই ম্যাচে একটু এদিক-সেদিক হলেই পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হতো শ্রীরামের শিষ্যদের। ব্যাটিং, বোলিং দুই জায়গাতেই টাইগারদের পারফরম্যান্সের ঘাটতি দেখা গিয়েছে গত ম্যাচে।
তবে আজকের ম্যাচে সেসব নিয়ে না ভেবে, আগের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে সহজভাবেই জিতবে টাইগাররা এমনটাই আশা সমর্থকদের । দলের লক্ষ্যও থাকবে শেষ ম্যাচে আমিরাতকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়া।
বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।