খবরবিনোদন জগৎ

উঠতি অভিনেত্রীরা সম্পর্ক গড়ছে বাবার বয়সী পুরুষদের সাথে!

সম্প্রতি টলিউড ইন্ডাস্ট্রিতে ঘটে চলা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে রূপাঞ্জনা মিত্র নিজের কষ্ট ও ক্ষোভ প্রকাশ করেছে। উল্লেখ্য, রূপাঞ্জনা মিত্র টালিউড সিনেমা ও টিভি নাটকে বেশ জনপ্রিয় একটি মুখ। তিনি দীর্ঘদিন ধরে কাজ করে চলছেন টিভি সিরিয়ালে। তবে, তিনি এই একের পর এক উঠতি অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় বেশ চিন্তিত। আর এই মৃত্যুর জন্য তিনি দায়ী করছেন উঠতি অভিনেত্রীদের অবাধ লাইফস্টাইলকে। তার অভিযোগ, এসব অভিনেত্রীরা টাকার জন্য করছে না এমন কাজ নেই।

সোমবার (৫ সেপ্টেম্বর) এই অভিনেত্রী তার ফেসবুকে অর্পিতার প্রসঙ্গ টেনে একটি পোস্ট লিখেছেন এবং অভিযোগ করেছেন, উঠতি অভিনেত্রীরা গ্ল্যামার দুনিয়ায় এসে মাথা ঠিক রাখতে না পেরে সুগার ড্যাডি ধরছে। এই ঘটনা বেশি ঘটাচ্ছে আরামে জীবন কাটাতে মাত্র ১৬-২০ বছরের মেয়েরাই।

আরও পড়ুন# ক্রেডিট কার্ডে অনিয়ম, ২৭ ব্যাংকে নোটিশ!

এছাড়াও রূপাঞ্জনা টলিপাড়ার ভেতরের অন্ধকারময় জগতের কথা উল্লেখ করে প্রশ্ন ছুঁড়ে দিয়ে লেখেন, ‘এই ‘‘ফুড চেইন’’-এ যারা পড়তে চায় না তারা কী করবে? সেই মেয়েগুলো যারা মাথা তুলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, তাদের পাশে থাকবেন তো আপনারা?’

এই পোস্টের মন্তব্যে রূপাঞ্জনার সহকর্মী অভিনেত্রী রূপা ভট্টাচার্য লেখেন—’ এইসব মেয়েদের মায়েরাও এই ধরণের কাজে উৎসাহ দেয়। দুঃখের সঙ্গে জানাচ্ছি এর দ্বিতীয় ধরণও কম দেখি না। লোভ আর লাক্সারি এই বিষচক্র নাগপাশের মতো কখনো কখনো বেঁধে ফেলছে মেয়েটির সঙ্গে তাঁর পরিবারকেও।’

আরও লেখেম এই প্রজন্মের অন্যতম অভিনেত্রী শ্রুতি দাস, ‘আমি শেষ দুটো লাইনের ভুক্তভোগী এবং আমি পাশে কাকে পাবে, কীভাবে পাবো জানতে চাই! নিরুপায় এই প্রশ্নের উত্তর পাব কিনা জানি না। তবে ধন্যবাদ আমার সত্যিটা স্বীকার করবার একটা পরোক্ষ সুযোগ দেওয়ার জন্য।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।