খবরবিনোদন জগৎ

বড়োলোকের ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রভা!

এদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবার বড়োলোক পরিবারের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন তিনি। তবে সত্যিকারের সম্পর্ক নয় পর্দায় অভিনয়ে। দর্শকের সামনে এবার হাজির হচ্ছেন তিনি সম্পূর্ণ নতুন একটি গল্পে ও চরিত্রে। এই নাটকের গল্পে তাকে দেখা যাচ্ছে দেশের নাম করা একজন মডেল ও অভিনেত্রীর চরিত্রে। তার বিপরীতে অভিনয়ে দেখা যাচ্ছে অভিনেতা জাহের আলভীকে।

আরও পড়ুন# প্রথমবার নানীবাড়িতে বেড়াতে গেল রাজ পরীমণির রাজ্য

পর্দায় দেখা যাবে, প্রভার সঙ্গে পরিচয় হয়েছে একজন বড়োলোক পরিবারের ছেলের। এরপর তার প্রেমে পড়েন প্রভা। সেই প্রেমের সম্পর্ক  বিয়ে অব্ধি গড়ায়। কিন্তু প্রেমের সম্পর্কে সফল হলেও ভালোবেসে বাঁধা ঘরে আর সে শান্তি থাকে না। বিয়ের পর তাদের ভালোবাসার সংসারে নেমে আসে ঝড়। এমনকি খুন হন দু’জনের একজন। ঘটনায় নেমে আসে নাটকীয়তা। গল্পের বাকি অংশ জানতে দেখতে হবে নাটক টি। যার নাম ‘ব্ল্যাক কফি’।

জহির করিমের রচনা ও প্রযোজক ফয়জুল করিম রথির পরিচালনায় তৈরি হচ্ছে নাটকটি। ১০ সেপ্টেম্বর থেকে উত্তরায়  শুরু হয়ে গিয়েছে  নাটকটির কাজ। কাজ চলবে আজ অর্থাৎ ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

এ নাটকটির চরিত্র ও গল্প নিয়ে অভিনেত্রী প্রভা বলেন, এই নাটকটির গল্প খুবই হৃদয় স্পর্শ করার মতো, যা আমার মনকে নাড়া দিয়ে গেছে। জহির করিম ভাইয়ের গল্পে এর আগেও তার গল্পে বেশ কিছু কাজ করেছি। তবে এবারের গল্পটায় দর্শক আমাকে একটু ভিন্নভাবে খুঁজে পাবেন।

তবে পরিচালক রথি ভাই ও এই টিমের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। এই নাটকে প্রভার বিপরীতে কাজ করা জাহের আলভী বলেন, প্রভার সঙ্গে এটি আমার প্রথম কাজ নয়। আরো অনেক বছর আগে একটি ধারাবাহিক নাটকেও তার সাথে কাজ করেছিলাম আমি। তবে এটিই আমার আর প্রভার প্রথম একক নাটক। প্রভা অনেক সহযোগী একজন মানুষ। সে এই কাজে আমাকে অনেক সাহায্য করেছে। তার সাথে এই নাটকে কাজ করতে পেরে খুশ আমি।

নাটকের পরিচালক ফয়জুল করিম রথি প্রভা সম্পর্কে, সে বেশ সিনিয়র ও ভালো অভিনেত্রী। তবে জাহের আলভীর সঙ্গে তার জুটিকে নিয়ে আমি আমার মনমতো কাজ করতে পেরেছি পভাকে নিয়ে। আশা করছি দর্শক নাটকটি দেখে পছন্দ করবেন।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।