
পিরোজপুরে ভাইকে হত্যার দায়ে অপর দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নি’হত ওই কিশোরের নাম রফিকুল ইসলাম। তার বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ আদেশ দেন। এ সময় আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবুল কালাম কালু (৩৩) ও মো. হারুন (৩৫)। তারা পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার দক্ষিণ কলারন গ্রামের মো. ফজলুল হক মিয়ার ছেলে। এই ঘোষণার সময় আবুল কালাম কালু আদালতে উপস্থিত ছিলেন এবং অপর আসামি মো. হারুন ঘটনার পর থেকেই পলাতক আছেন।
আরও পড়ুন# ভালো কাজের হোটেল: ভালো কাজ করলেই খাবার মিলে যে হোটেলে!
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জহুরুল ইসলাম জানান, রফিকুল ইসলাম (১৩) মা সেলিনা বেগমকে নিয়ে ইন্দুরকানী উপজেলায় তার মামা মোদাচ্ছের আলী হাওলাদারের বাড়িতে থাকতেন।
২০০৬ সালের ৮ মার্চ পূর্ব শত্রুতার জেরে দণ্ডপ্রাপ্ত আসামিরা রফিকুলকে বাড়ির কাছে একটি খালের পাড়ে নিয়ে গিয়ে গ’লা কে’টে হ’ত্যা করে।
মামলায় মোট ১৭ সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আবুল কালাম কালু ও মো. হারুন নামে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর তিন আসামি জামাল হোসেন, কবির হাওলাদার ও নিপুণ শেখকে বেকসুর খালাস দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।