ভাইরাল হলো স্কুল ফেরত তিন ভাই-বোনের ছবি!
সম্প্রতি স্কুল ফেরত তিন ভাই-বোনের একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়। ছবিটিতে দেখা যায়, নয় বছর বয়সী ভাই তার ছোটো দুই বোনের স্কুল ব্যাগ কাঁধে বহন করে আসছে। নেটিজেনরা এই ছবিকে ভাই-বোনের গভীর সম্পর্কের প্রকাশ বলে মনে করছেন।
জানা যায়, সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের খামিস মুশাইতের ঘটনা এটি। সেখানকার ইবনে নাফিস স্কুল থেকে বাড়িতে ফিরছিলেন তিন ভাই-বোন। ফেরার পথে ভাই মিশাল শাহরানি তার দুই বোন সারাহ ও নুরার ব্যাগ নিজের কাঁধে বহন করে বাড়ি ফিরছিলো। আর এমন একটি গভীর ভালোবাসার মুহুর্ত দেখে মুগ্ধ হয় তাদের বাবা এবং তিনি মুহুর্তটিকে স্মরণীয় করে রাখতে একটি ছবি তুলেন। আর সেই ছবি নিজেদের পারিবারিক গ্রুপে পোস্ট করেন। আর সেখান থেকেই নিমিষে ভাইরাল হয় সেই ছবি। লাইক, কমেন্ট, শেয়ারে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সে ছবি।
আরও পড়ুন# সৌদি আরবে ট্রেন চালক হিসেবে নিয়োগ পাচ্ছেন নারীরা!
ছবির বিষয়ে নয় বছরের বালক মিশাল বলেন— তিনি সবসময় তার পরিবারকে সহযোগিতা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষ করে তার দুই ছোটো বোন সারাহ ও নুরাকে। দুই বোনের ব্যাগ অতিরিক্ত ভারি না হলেও প্রচণ্ড গরমে দুই বোন ক্লান্ত ছিল। তাই সে তাদের সহযোগিতা করেছে।
আর মিশাল ছবির ব্যাপারে জানতে পারে যখন তাদের ছবি ভাইরাল হয় তখন। সে জানতে পারে ছবিটা তার বাবাই তুলেছে।
তাছাড়াও আসির অঞ্চলের শিক্ষা বিষয়ক পরিচালক ড. আহমেদ আল উমারি মিশালের সহযোগিতাপূর্ণ আচরণের প্রশংসা করেন এবং বলেন, ‘অল্প বয়স হলেও শিশুদের দায়িত্বের সাথে গড়ে তুললে তা তার আচার-ব্যবহারে তা প্রকাশ পায়। সুন্দর আচার-ব্যবহার গড়ে তুলতে নিজের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ সমানভাবে ভূমিকা পালন করে।’