খেলাধুলাফুটবল

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল!

নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। অপেক্ষা ছিল শিরোপা নির্ধারণী ম্যাচে সাবিনাদের প্রতিপক্ষ কে হবে সেটা জানার। একই দিনে (১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক নেপালের মেয়েরা।

১৯ সেপ্টেম্বরের ফাইনালে নেপালের বিপক্ষে অধরা শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালেও ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেবার ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তাই গোলাম রাব্বানি ছোটনের শিষ্যদের সামনে এবার বড়ো সুযোগ শিরোপা জেতার।

আরও পড়ুন: ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা!

অন্যদিকে টুর্নামেন্ট চালু হওয়ার পর থেকে এই প্রথমবার নারী সাফের ফাইনালে খেলা হচ্ছে না ভারতের। টুর্নামেন্টের গত পাঁচ আসরের চ্যাম্পিয়ন ভারতকে এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে।

টানা চার জয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই চার ম্যাচে সাবিনা-স্বপ্নারা গোলে করেছে ২০টি, হজম করেনি একটিও। বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন পাকিস্তান এবং ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন।

নেপালের দশরথ স্টেডিয়ামে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ফাইনালের লক্ষ্যে খেলতে নেমে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বাংলাদেশ। সাবিনা-স্বপ্না-কৃষ্ণারা ভুটানের জালে বল জড়িয়েছেন আটবার।

বড় ব্যবধানে জয়ের পর শিষ্যদের নিয়ে বেশ সন্তুষ্ট গোলাম রাব্বানি ছোটন। ফাইনাল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি আমার মেয়েদের অভিনন্দন দিতে চাই। ওরা এই ম্যাচ জেতার জন্য বদ্ধপরিকর ছিল। যে পরিকল্পনা ছিল, সেটা ওরা মাঠে করে দেখিয়েছে। দুর্দান্ত ম্যাচ খেলেছে আজ। প্রথম লক্ষ্য ছিল ফাইনাল, সেটা পূরণ হয়েছে। এখন ট্রফি জিততে চাই। এরপর উদযাপন করতে চাই।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।