আন্তর্জাতিকসন্দেশ

ভারতীয় সেনাদের প্রেমের ফাঁদে ফেলে তথ্য হাতিয়ে নিচ্ছে পাকিস্তানি গুপ্তচরেরা!

ভারতীয় সেনাদের প্রেমের ফাঁদে ফেলে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের গুপ্তচরদের বিরুদ্ধে। এই নিয়ে সচেতনতা বাড়াতে ভারতীয় পুলিশ নানা পদক্ষেপ হাতে নিয়েছে।

এমনই এক ঘটনা ঘটেছে ভারতের সেনাবাহিনীর এক অফিসারের সঙ্গে। ওই ব্যক্তির নাম প্রদীপ। ২০২১ সালের জানুয়ারিতে ফোনে রিয়া নামে এক নারীর সঙ্গে পরিচয় হয় প্রদীপের। এক সময় তা প্রেমে রূপ নেয়। প্রদীপের বিশ্বাসই হয়নি তার প্রেমিকা একজন পাকিস্তান গুপ্তচর। এমনকি ভারতীয় গোয়েন্দারা রিয়ার পাক গুপ্তচর হওয়ার বেশ কিছু প্রমাণ দেখালেও তা বিশ্বাস করেননি প্রদীপ।

জানা যায়, প্রদীল ও রিয়ার প্রেম ছিল ১৬ মাসের। তারা সরাসরি কখনও দেখা করেননি। কিন্তু তারপরেও রিয়ার প্রেমে নাকানি চুবানি খেয়েছেন এই ভারতীয় সেনা। রিয়া প্রদীপকে জানান, তিনি বেঙ্গালোরের একটি সামরিক হাসপাতালের একজন লেফটেন্যান্ট কর্নেল। এক পর্যায়ে রিয়াকে বিয়ের প্রস্তাবও দেন প্রদীপ।

সম্প্রতি পাক গুপ্তচরকে সাহায্য করার জন্যে ভারতীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়েছেন প্রদীপ। প্রদীপ যে নারীর প্রেমে পড়েছিলেন তিনি ভারতীয় সেনার কোনও কর্মকর্তা ছিলেন না বলে দেশটির গোয়েন্দারা জানিয়েছেন।

আরও পড়ুন# বাংলাদেশের দেওয়া ১ কোটি ৪০ লাখ টাকার ত্রাণ ফিরিয়ে দিলো পাকিস্তান!

গোয়েন্দারা দাবী করছেন রিয়া একজন পাকিস্তানি গুপ্তচর। তাই পাক গুপ্তচরকে সাহায্য করার জন্য সামরিক বিভাগের গোয়েন্দারা প্রদীপকে নিজেদের হেফাজতে নিয়েছে। প্রদীপের কাছ থেকে রিয়া ভারতীয় সেনার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠে।

দেশটির সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, শুধু প্রদীপই নয় ভারতীয় সেনাদের অনেককেই প্রেমের ফাঁদে ফেলে পাকিস্তানি গোয়েন্দারা তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা।

রাজস্থান পুলিশের এক কর্মকর্তা জানান, ভারতীয় জওয়ান বা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিকে প্রথমে প্রেমের ফাঁদে ফেলছে পাকিস্তানি গুপ্তচররা। তারপরে তাদের কাছ থেকে দেশের বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে। ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত শুধু রাজস্থানেই এরকম অনেককে গ্রেফতার করা হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানাচ্ছেন, প্রায়ই মিসড কল দিয়ে বা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে তারা ভারতীয় সেনা জওয়ানদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। এমনকি মাঝেমধ্যেই নিজেদের নগ্ন ছবি বা ভিডিও ক্লিপও তাদের পাঠিয়ে থাকে পাকিস্তানি গুপ্তচররা। আর তাতেই পা দিয়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেয় জওয়ানরা। তারপরই লাপাত্তা হয়ে যায় এসব গুপ্তচররা।

অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় নারী হিসেবে ভুয়া প্রোফাইল খুলে ভারতীয় সেনা জওয়ানদের কাছ থেকে তথ্য হাতিয়ে নিচ্ছে পাক গোয়েন্দারা!

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।