ভারত ও যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগ

ভারত ও যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। ভারতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাইকমিশনার মোহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রের নতুন দূত হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে গত বুধবারে। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী সদস্য এবং সুইজারল্যান্ডের বর্তমান রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানকে ভারতের হাই কমিশনার হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে। বুধবারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া অপর একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ ইমরান ভারতের আগে সংযুক্ত আরব আমিরাতে এবং উজবেকিস্তানে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্বে ছিলেন। এ ছাড়াও তিনি বন, বার্লিন, অটোয়া ও জেদ্দায় বিভিন্ন মিশনে বাংলাদেশী কর্মকর্তা হিসাবে কাজ করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ ইমরান।
আপর বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে পররাষ্ট্র ক্যাডারের ১১ ব্যাচের মোস্তাফিজুর রহমান। তিনি ফ্রান্স, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভারতে বাংলাদেশী দূতাবসে বিভিন্ন পদে কাজ করেছেন।