ভারত থেকে পাইপলাইনে আমদানী করা হবে ডিজেল: প্রধানমন্ত্রী

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল আমদানী করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনা হবে। ফলে তেল পরিবহনের খরচ অনেক কমে যাবে। এ প্রকল্পের আওতায় ১৩১.৫৭ কিলোমিটার পাইপলাইন বসানো হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ অংশে রয়েছে ১২৬.৫৭ কিলোমিটার এবং ভারত অংশে ৫ কিলোমিটার পাইপলাইন ভারত সরকারের অর্থায়নে নির্মাণ কাজ চলছে।
চলতি মাসের ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানিবণ্টন, মানবপাচার রোধসহ ইত্যাদি অগ্রাধিকার পেয়েছে। এ সময় স্বাক্ষরিত হয়েছে বেশকিছু সমঝোতা স্মারক।
আরও পড়ুন# সাতক্ষীরায় বন্যার পানিতে কবর থেকে ভেসে উঠল লা’শ!
দ্বিপক্ষীয় বৈঠকের পর অভিন্ন কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারসহ প্রতিবেশী ভারতের সঙ্গে মোট সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
দুই প্রধানমন্ত্রী দুদেশের যৌথ উদ্যোগে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। এর মধ্যে খুলনার রামপালে ১ হাজার ৩ শ ২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
পরে যৌথ বিবৃতিতে ভারত বাংলাদেশি পণ্য তৃতীয় কোনো দেশে রফতানির জন্য ফ্রি ট্রানজিটের প্রস্তাব দেয়। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার ব্যাপারে অঙ্গীকার করেন। ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সফর শেষে গত ৮ সেপ্টেম্বর রাত ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।