ক্রিকেটখেলাধুলা

ভারত-পাকিস্তানের সুপার ফোর দ্বৈরথ!

ফুটবল হোক কিংবা ক্রিকেট। স্পোর্টসে রাইভালদের ম্যাচ মানেই বিশেষ কিছু। ফুটবল রাইভালরিতে যেমন রয়েছে বার্সা বনাম মাদ্রিদ, আর্জেন্টিনা বনাম ব্রাজিল, লিভারপুল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিকেটেও রয়েছে এমন কিছু উত্তেজনা আর উন্মাদনায় ভরপুর ম্যাচ।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ তেমনই এক চরম উত্তেজনার ক্রিকেট ম্যাচ। অনেকের দাবী ক্রিকেটে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা যায় এই দুইটি দেশের রাইভালরি ঘিরেই।

সর্বপ্রথম ১৯৫২ সালে একটি টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। তখন থেকেই বাড়তি উত্তেজনা বিরাজ করে ভারত-পাকিস্তান লড়াইয়ে। সেই উত্তাপ এ আধুনিক যুগে আরো বেড়েছে।

রাজনৈতিক কারণে নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজও অনুষ্ঠিত হয় না এই দুই দলের মাঝে। সেকারণেই ইদানীংকালে এর উত্তাপ বেড়েছে বহুগুণে। স্বভাবতই এশিয়া কাপের সুপার ফোরের আজকের ম্যাচ ঘিরেও উন্মাদনার শেষ নেই দুই দেশের সমর্থকের মাঝে।

টি-টোয়েন্টি মোট ১৬ বারের দেখায় ভারতের জয় ৯ টি ম্যাচে, পাকিস্তানের পক্ষে গিয়েছে ৫ টি ম্যাচ। আর বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো। আজ সতেরোতম ম্যাচে কে হাসবে শেষ হাসি তারই অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোরকার্ড
ভারত: ১৮১/৭ (২০)

ভিরাট কোহলি ৬০(৪৪)
শাদাব খান ৪-০-৩১-২

১৮২ রানের লক্ষ তাড়া করতে নেমে পাকিস্তান ব্যাটিং করছে ১৪৭/৪(১৬.৫)

রিজওয়ান ৭১(৫০)
নাওয়াজ ৪২(২০)

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।