ভিসার ছবি আপ্লোড দিয়ে কাকে দেখাচ্ছেন পূজা চেরি?

হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সম্প্রতি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে গলুই সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমায় শুটিংয়ের সুবাদে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটিয়েছেন তারা, সেখানেই তৈরি হয়েছে সখ্য। আর সখ্যতা থেকেই ডালপালা ছড়িয়েছে নানা গুঞ্জন। নেটিজেনদের প্রশ্ন শাকিবের সঙ্গে পূজার প্রেম কি না?
গত কয়েকদিন থেকে চলচ্চিত্র পাড়া যখন শাকিব খান, বুবলী, অপু বিশ্বাসদের নিয়ে উত্তপ্ত তখন নতুন করে আবারও আলোচনায় পূজা চেরি। এবার পূজা নিজেই জানালেন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন তিনি। ভিসার হাতে সেলফি তুলে ফেসবুকেও আপলোড দিয়েছেন এই অভিনেত্রী। রবিবার দুপুরে সোশ্যাল হ্যান্ডেলে ভিসাপ্রাপ্তির ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ‘ফাইনালি এটা পেলাম।’
আরও পড়ুন: শাকিব-বুবলীর সন্তান প্রকাশ্যে আসতেই আড়ালে পূজা, গুজব কি তবে সত্যি?
সেখানেই প্রশ্ন উঠেছে কাকে এই ভিসার ছবি দেখালেন পূজা? কাউকে উদ্দেশ্য করে কি তিনি ভিসাপ্রাপ্তির ছবি পোস্ট করলেন ফেসবুকে? নাকি এমনিতেই ভিসাপ্রাপ্তির সুসংবাদ দিলেন? ছবি দেখানোর সঙ্গে শাকিব-বুবলী প্রসঙ্গ জড়িত কি না এমন প্রশ্নও তুলেছেন অনেকে। কেন না কদিন পরেই আবারও যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন শাকিব।
পূজা চেরি যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন খবর শোনা গিয়েছিল আরও আগেই। সেখানে শাকিব খানের সঙ্গে দ্বিতীয় সিনেমাউ জুটি বাঁধবেন তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক চলচ্চিত্র প্রযোজক পূজা চেরিকে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন বলেও শোনা যায়। তবে সেবার যুক্তরাষ্ট্রের ভিসা পাননি পূজা।