ভেঙে গেছে দুইটি বিয়ে, আর বিয়ে করতে চান না শ্বেতা!

এর আগে দুইটি বিয়ে ভেঙে গেছে শ্বেতা তিওয়ারির। আর বিয়ে করতে চান না তিনি। ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তিনি ভারতীয় টেলিভিশনের বিখ্যাত শো ‘বিগ বস’ এর চতুর্থ সিজনের বিজয়ী। ব্যক্তি জীবনে এই অভিনেত্রী দুইবার বিবাহুবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু তার একটি বিয়েও স্থায়ী হয়নি। দুটো বিয়েই ভেঙে গেছে। দুই সন্তানের জননী শ্বেতা তার মেয়ে পলক এবং ছেলে রেয়াংসকে নিয়ে একাই মানুষ করেছেন একজন সফল সিঙ্গেল মাদার হিসেবে।
পেশাগত জীবনে জনপ্রিয় ও সফল হলেও তার ব্যক্তিগত জীবন কি সফল? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন# যৌ’ন’কর্মী নিপুণ, জানালেন পতিতালয়ে থাকার অভিজ্ঞতা!
বেশ দীর্ঘ সময় ধরে সিঙ্গেল মাদার শ্বেতা। একাই পালন করেছেন নিজের দুই সন্তানকে। এই দীর্ঘ ও কঠিন যাত্রাটা কেমন ছিলো? গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এর উত্তরে শ্বেতা বলেন, ‘সত্যি বলতে এই ব্যাপারটা দু’দিকে ধারালো তলোয়ারের মতো। দুইটি বিয়ে ভাঙার জন্য অনেক মানুষই আমার সমালোচনা করেন। আমি ছাড়াও অনেকেই আছেন যাদের তিন বা চারটে বিয়ে ভেঙে গেছে কিন্তু তারা এতটা বিখ্যাত না হওয়ায় তাদের নিয়ে কেউ সমালোচনা করে না। তাই যতটা ভালো দেখা যায়, বলতে পারো ততটা খারাপও ছিল এই যাত্রা। মানুষ তারকাদের বেশি দোষ ধরে!’
এই অভিনেত্রী আরও বলেন, ‘ভালো ব্যাপার হলো যা কিছুই হোক আমি কখনোই কাজ বন্ধ রাখিনি এবং আমি আর্থিকভাবে আত্মনির্ভরশীল। আমার নিজের বেঁচে থাকার জন্য টাকা আছে এবং এর জন্য আমাকে আমার স্বামী বা সঙ্গীর কাছে হাত পাততে হয় না। আমি স্বাধীন বলেই নিজের সিদ্ধান্ত নিতে পেরেছি। আমি ইশ্বরকে ধন্যবাদ জানাই নিজের কাজের জন্য।’
শ্বেতা বিয়ে সম্পর্কে জানান, ‘সত্যি বলতে আমি আমার প্রথম বিয়েটা না ভাঙার অনেক চেষ্টা করেছিলাম। চেয়েছিলাম একসাথেই থাকতে। কারণ আমাকে এভাবেই শিক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু বিয়েটা ভেঙে যায়। এবং দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আমি সেই সময়টা নষ্ট করিনি। কারন আমি বুঝে গিয়েছিলাম, সম্পর্ক একবার তিক্ত হলে তা যত চেষ্টাই করা হোক তা থেকে বের হয়ে আসাই ভালো।’
অভিনেত্রী আরও বলেন, ‘বিয়ে নামক ব্যাপারে আর বিশ্বাস রাখি না আমি। আর বিয়ের সম্পর্কে জড়াতে চাই না!’
প্রসঙ্গত, তার ক্যারিয়ারের শুরুর দিকে রাজা চৌধুরীর সঙ্গে বিয়ে হয়েছিল শ্বেতার। বিয়ের এক বছর পর জন্ম নেয় তাদের মেয়ে পলক। ২০০৭ রাজার সঙ্গে সংসার ভেঙে যায় শ্বেতার। এরপর ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে বিয়ে হয় তার। ২০১৯ সালে দ্বিতীয় বিয়েটিরও বিবাহবিচ্ছেদ হয়।