ভয়াবহ ঘটনার মুখোমুখি মেহজাবীন!

ভয়াবহ ঘটনার মুখোমুখি মেহজাবীন। এর আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দুবাইয়ে বেড়াতে গিয়ে আকাশ থেকে ঝাঁপ দিয়েছিলেন। এ কথা প্রায় সবাই জানে। ২০১৯ সালে ঈদের সময় দুবাইয়ে ঘুরতে গিয়ে শহরের সবচেয়ে বেশি আকর্ষণ জাগানো ভিউ পাম আইল্যান্ডের ওপর আকাশে উড়োজাহাজ থেকে এই ঝাঁপটি দিয়েছিলেন মেহজাবীন।
আরও পড়ুন# রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ূকোন!
এরপর আরেকটি ভয়াবহ ঘটনার অভিজ্ঞতা নিলেন মেহজাবীন চৌধুরী। এই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন কীভাবে তিনি? জানা যায়, আকাশ থেকে ঝাপ দেওয়ার পর এবার ভয়ংকর হাঙরের মুখোমুখি হলেন এই অভিনেত্রী। সংযুক্ত আরব আমিরাতের বড়ো শহর দুবাইয়ের ‘দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডারওয়াটার জু’তে পানির নিচে গিয়ে খাঁচায় করে ভয়ংকর হাঙরকে কাছ থেকে দেখার সুযোগ পান তিনি।
কিন্তু এই ধরনের অভিজ্ঞতা নেওয়া বেশ কঠিন। শুধু টাকা থাকলেই হবে না; সাথে সাহসও থাকতে হবে । যেকোনো সময় যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই এর জন্য দিতে হবে বন্ড সই।
তার ভয়াবহ ও রোমাঞ্চকর এই অভিজ্ঞতা নিজেই ফেসবুকে বর্ণনা করলেন মেহজাবীন। কঠিন এই অভিযান শেষে উত্তেজনায় কাঁপছিলেন তিনি। কম্পমান কণ্ঠে মেহজাবীন জানান, ‘এখানে যখন ট্রেনিং দিচ্ছিল, আমি ক্যান্সেল করে দিতে চাচ্ছিলাম। বলেছিলাম আমাকে দিয়ে হবে না, তাছাড়াও আমার এমনিতেই ঠাণ্ডা বেশি লাগে। আমি কাঁপতে শুরু করছি। আমার মাস্কের ভেতর পানি ঢুকেও যাচ্ছিল বারবার। আমি মনে করেছি আমাকে দিয়ে হবে না, এটা অন্য রকম অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ আমি ফিরে এসেছি।’
দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডারওয়াটার জুতে সমুদ্রের তলদেশের গিয়ে সামুদ্রিক মাছেদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা নেওয়ার ব্যবস্থা রয়েছে। যেখানে মাছ, সামুদ্রিক প্রাণী ছাড়াও রয়েছে ভয়ংকর হাঙরও। আর সেই ভয়ংকর হাঙরের মুখোমুখি হলেন ছোট পর্দার এই তারকা। পুরো অভিযানের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মেহজাবীন সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাইলে দেখে নিতে পারেন।