
সম্প্রতি শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে জুমার নামাজের আগে সুন্নত আদায়ের সময় স্ট্রোক করে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নামাজে উপস্থিত অন্যান্য মুসল্লিরা জানান, অজ্ঞাত ওই ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়ার সময় হঠাৎ করে মেঝেতে পড়ে যায় এবং তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন# অবশেষে দীর্ঘ ২৫ দিন পর মায়ের লা’শ পেলেন মরিয়ম মান্নান!
এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তারা নিহত মুসল্লির নাম-পরিচয় শনাক্ত করতে পারেননি। ফলে নিহত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আপাতত ব্যক্তির লা’শ হাসপাতালের মর্গে রয়েছে।