জাতীয়সন্দেশ

মহিলা কলেজের পাশে অশ্লীল ভঙ্গিতে পোশাক উচিয়ে টিকটক ভিডিয়ো, আটক ১!

মেহেরপুর সরকারি মহিলা কলেজের পার্শ্ববর্তী রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল ভঙ্গিতে টিকটকের জন্য ফটোশ্যুট করতে দেখা যায় শোভন নামের এক যুবককে। পরে কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতেই ওই যুবককে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন# এবার গ্রেফতার হলো হানিমুনে গিয়ে প্রেমিকের সাথে পালানো সেই নববধূ!

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই টিকটক ভিডিয়োতে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে তোয়ালে পরা ওই যুবক অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। এসময় পাশ দিয়ে কয়েকটি মেয়ে হেঁটে যাওয়ার সময় তাদের উদ্দেশ্যে তোয়ালে তুলে অন্তর্বাস প্রদর্শন করতেও দেখা যায় তাকে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পরই মেহেরপুর সদর থানা পুলিশ শোভন নামে ওই যুবককে ধরে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে থেকে আটক করা হয়েছে তাকে। আটক শোভনের বাড়ি মেহেরপুর সদরের ফৌজদারি পাড়ায়।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।