মাঠে ঢুকে সৈন্যদের সাথে ফুটবল খেলল বন্য হাতি! [ভিডিয়ো সহ]
সম্প্রতি সেনাক্যাম্পের একটি মাঠে ঢুকে সৈন্যদের সাথে ফুটবল খেলল একটি বন্য হাতি। নেট দুনিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
জানা যায়, ভারতের আসামের গুয়াহাটি সেনাক্যাম্পে এই রোমাঞ্চকর ঘটনাটি ঘটে। সেখানে সৈন্যরা একটি মাঠে ফুটবল খেলছিল। হঠাৎ সেই মাঠে উপস্থিত হয় এক বন্য হাতি। আর আচমকা মাঠে উপস্থিত হওয়া হাতি দেখে সেনারা খেলা ছেড়ে মাঠের এক পাশে সরে যান। তারা নিজেরা সরে গিয়ে হাতিটিকে জায়গা দেন। পরে হাতিটি সবাইকে চমকে দিয়ে সেনাদের ফেলে রাখা ফুটবল নিয়ে খেলা শুরু করে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, ফুটবলে লাথি মারার পর হাতিটি নিজের ইচ্ছাতেই মাঠ ছাড়ে। আর বন্য হাতিটির এরূপ ‘খেলোয়াড়সুলভ মনোভাব’ দেখে নেটিজেনরা মুগ্ধ।
এই রকম মাঝে মধ্যেই বুনো হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে ক্ষুধার্থ থাকলে, তারা খাবারের খোঁজেই লোকালয়ে ঢুকে। দেখা যায়, অনেক সময় দলছুট হয়ে পড়ে এক একটি হাতি। এরপর লোকালয়ে তাণ্ডব চালায়।
ধারণা করা হয়— এই হাতিটিও দল থেকে ছিটকে পড়েছিল। তবে এই হাতি লোকালয়ে ঢুকে তাণ্ডব না চালিয়ে উল্টো এমন একটি দৃশ্য রচনা করলো যা সত্যিই মনোমুগ্ধকর।
ভিডিয়োটি দেখুন:
#elephant playing football at #Narengi, #Guwahati. pic.twitter.com/b3uYyenEO0
— rajni singh (@imrajni_singh) September 25, 2022