ক্রিকেটখেলাধুলা

মাঠে ফেরার চেয়ে দাঁড়াতে পারা নিয়েই বেশি দুশ্চিন্তা জনি বেয়ারস্টোর!

জনি বেয়ারস্টো, ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ইংলিশদের ব্যাটিং লাইনআপে দীর্ঘদিন ধরেই ভরসার প্রতীক হয়ে আছেন তিনি। মাস খানেক আগে মারাত্মক এক ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

অবশেষে গতকাল (৩ অক্টোবর) সমর্থকদের সামনে হাজির হয়েছেন জনি বেয়ারস্টো। সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে নিজের বাসায় ফিরেছেন এই ব্যাটার। তবে এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন তিনি। নিজের ইনজুরি সম্পর্কে যে সংবাদ দিয়েছেন তা মোটেও খুশি হওয়ার মতো না। মাঠে ফেরা নয় বরং নিজের দুই পায়ে ভর দিয়ে ঠিকভাবে দাঁড়ানো নিয়েই দুশ্চিন্তায় আছেন বেয়ারস্টো।

গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের পরেই গলফ খেলতে গিয়ে পিছলে পড়ে গুরুতর চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠ থেকে ছিটকে যান বেয়ারস্টো।

আরও পড়ুন: ফ্লাইট মিস করে বিশ্বকাপ দলে জায়গা হারালেন শিমরন হেটমেয়ার!

চোটের কারণে মিস করেছেন পাকিস্তান সিরিজ। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারবেন না চোটের পড়ার আগে দারুণ ফর্মে থাকা বেয়ারস্টো। ২০২২ সাল তো বটেই, সংশয় রয়েছে তার আগামী বছর মাঠে ফেরা নিয়েও।

সোমবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ইনজুরির সবশেষ অবস্থা জানিয়ে ভাঙা পায়ের ছবি পোস্ট করে বেয়ারস্টো লেখেন, ‘আমার পায়ের হাড় তিন জায়গায় ভেঙে গিয়েছিল, সেজন্য পায়ে প্লেট বসাতে হয়েছে। গোড়ালিও স্থানচ্যুত হয়েছিল। তবে ইতিবাচক দিক হচ্ছে, অস্ত্রোপচার সফল হয়েছে। তিন সপ্তাহ পার করে ফেলেছি। আগামী কয়েক সপ্তাহ কিংবা মাসে সুস্থ হয়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা ও মাঠে ফেরা নিয়ে এখনো সংশয় আছেন তিনি। এ ব্যাপারে তিনি লেখেন, ‘কবে মাঠে ফিরব, এ মুহূর্তে বলা যাচ্ছে না। আপাতত দুই পায়ে ঠিকঠাকভাবে দাঁড়ানোর কথা ভাবছি। এটা নিশ্চিত যে, ২০২২ সালে আর ফিরতে পারব না। ২০২৩ সালে মাঠে ফেরার জন্য তর সইছে না। দুঃসময়ে সমর্থন দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।