‘মানিকে মাগে হিতে’ গানে হইচই ফেললেন নোরা!
মানিকে মাগে হিতে গানে নেচে হইচই ফেললেন নোরা ফাতেহি। সম্প্রতি টি সিরিজ ইউটিউব থেকে প্রকাশিত হয়েছে শ্রীলংকান গান ‘মানিকে মাগে হিথে’-র হিন্দি ভার্সন। ‘থ্যাঙ্ক গড’- নামক নতুন একটি সিনেমার এই গানের তালে তালে নেচে হইচই ফেলেছেন নোরা ফাতেহি। নেট মাধ্যমে নতুন এই ভার্সনের গানটি প্রকাশিত হওয়ার ২৪ ঘন্টার ভেতরই গানটির ভিউ সংখ্যা দেড় কোটিরও বেশি ছাড়িয়েছে।
এর আগে ইন্টারনেটে ভাইরাল হয় সিংহলি গান ‘মানিকে মাগে হিথে’। গানটি প্রকাশিত হওয়ার পরপরই শ্রীলংকা ছাড়াও বাংলাদেশ ও ভারতে ঝড় তুলে। মিষ্টি কন্ঠের এই গানটি সবাই খুব পছন্দ করে। গানটির গায়িকা শ্রীলঙ্কার শিল্পী ইয়োহানি ডি সিলভা। ইয়োহানি এই গানের হিন্দি ভার্সনেও কন্ঠ দেওয়ার মাধ্যমে বলিউড ইন্ড্রাস্ট্রিতে পা রেখেছেন। যা ‘থ্যাঙ্ক গড’ ছবিটির নতুন চমক।
আরও পড়ুন# নিপুণকে বাজে মেয়ে বললেন পীরজাদা হারুন!
গত বছর ভাইরাল হওয়া গানকে নতুন ভাবে আবারও উপস্থাপন করায় দর্শকদের বেশ ভালোরকম সাড়া পাওয়া গিয়েছে। নতুন এই গানটির ভিডিওতে নোরার সঙ্গে নাচতে দেখা যায় বলিউডের হট নায়ক সিদ্ধার্থ মালহোত্রাকেও। হিন্দি ভার্সনে এই গানটির কয়েক লাইন,‘ হায় এই মেরি আখে, রাতভর করে বাতে তেরি’।
তনিষ্ক বাগচীর পরিচালনা করা ভাইরাল এই গানটির হিন্দি ভার্সনে দেখা যাবে অজয় দেবগনের বিতর্কিত ‘থ্যাঙ্ক গড’ সিনেমাটিতে। সিনেমাটি আগামী ২৫ অক্টোবর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।