লাইফস্টাইলস্বাস্থ্য ও লাইফস্টাইল

মানুষ কী কারণে প্রথম প্রেম ভুলতে পারে না?

কথায় আছে, প্রথম প্রেম ভোলা যায় না। আসলেই যাই, মানুষ প্রথম যার প্রেমে পড়ে তাকে কখনোই ভুলতে পারে না। সারা জীবনই মনের কোথাও একটা থেকে যায়। কিন্তু কথা হলো মানুষ কেন প্রথম প্রেমের স্মৃতি ভুলতে পারে না?

প্রেম কখনো জোর করে আসে না, আবার নিয়ম মেনেও আসে না। প্রকৃতির নিয়মে এক সময় সবার জীবনেই প্রেম আসে। তবে মানুষ কেবল একবার প্রেমে পড়ে না, অনেকবার পড়তে পারে। কিন্তু মানুষ প্রথবার যার প্রেমে পড়ে তাকে কখনোই ভুলতে পারে না। তবে কেন ভুলতে পারে না, এই প্রশ্ন অনেকেরই।

এই বিষয়ে মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম প্রেম অনেকটাই স্কাইডাইভ বা প্রথমবার আকাশ থেকে শূন্যে লাফ দেওয়ার মতো ঘটনা। প্রথমবারের ঘটনাটি যেভাবে মনে গেঁথে যায়, পরে ১০ বার লাফ দিলেও আগের স্মৃতিটাই মনে রয়ে যায়। প্রথম সবকিছুই মানুষের মনে গেঁথে থাকে, ঠিক তেমনই প্রথম প্রেমও।

বিশেষজ্ঞদের ভাষ্যমতে, বেশিরভাগ মানুষের ১৫-২৬ বছর বয়সের মাঝে মস্তিষ্কে আকস্মিক স্মৃতির বিষয় থাকে। যাদের এই আকস্মিক স্মৃতির বিষয়টি থাকে, তারা খুব বেশি স্মৃতিকাতর হয়। আর এসব স্মৃতি বেশিরভাগ সময়ই ইতিবাচক হয়। এ কারণেই ১৫ থেকে ২৬ বছর বয়সের সময় প্রথমবারের মতো অভিজ্ঞতা করা জিনিস স্মৃতিতে ফিরে আসে বার বার। চলুন, জেনে নেওয়া যাক আর যে যে কারণে প্রথম প্রেম ভোলা যায় না সহজে।

আরও পড়ুন# জন্মের সময় হাসপাতালে অদলবদল, বড়ো হয়ে তারাই হলো জীবনসঙ্গী!

বিশেষজ্ঞদের মতে, মানুষ প্রথম প্রেমের স্মৃতি মনে করলে তার প্রতিবারই এক ভালোলাগার অভিজ্ঞতা জাগে মনে। যার কারণেই কেউ ভুলতে পারেন না প্রথম প্রেম।

প্রথম প্রেম হয় সতেজ, প্রাণপ্রাচুর্যে ভরপুর। তাই থাকে না এতে কোনো অপরাধবোধ। বহুদিন ধরে থাকে ভালোবাসা ও রোমান্স প্রথম প্রেমের। প্রথম স্পর্শ, প্রথম পাশাপাশি হাঁটা, প্রথম দৃষ্টিবিনিময়, সবই সঙ্গীর সাথে শেয়ার করার আলাদা অনুভূতি।

মোট কথা, প্রথম প্রেম হলো প্রথম অভিজ্ঞতা। নিজের ভেতর হলে কাউকে উপলব্ধি করা। তার প্রতি সফেদ অনুভূতি। তার প্রতি নিঁখুত ভালোবাসা। আর এসবের জন্যই স্মৃতি ভোলা যায় না। কিন্তু তাই বলে দ্বিতীয় না তৃতীয় মানুষটাকে যে ভালোবাসে না। এমন কিন্তু নয়।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।