মানুষ কোন মাসে বেশি পরকীয়ায় জড়ায়?

পরকীয়া ব্যক্তিগতভাবে অনেকেই অপছন্দ করে থাকে। আর, মানুষ নানা কারণে পরকীয়ায় জড়িয়ে পড়েন। কেউ হয়তো মানসিক শান্তির সন্ধানে, আবার কেউ শারীরিক সুখের জন্য। যদি প্রচলিত আছে, প্রেম একবারই আসে! তবে আদতে কে কখন, কতবার, কার প্রেমে পড়বেন তা বোঝা মুশকিল! সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, মানুষ কোন মাসে বেশি পরকিয়ায় জড়ান? তো চলুন বিস্তারিত জেনে নিই।
সম্প্রতি গবেষণাটি করেন ব্রিটেনের এক বিখ্যাত ম্যারেড ডেটিং সাইট। তাদের এই সমীক্ষা বা গবেষণায় অংশ নেয় প্রায় দুই হাজার মানুষ। সেই গবেষণাতে ওঠে নানা চাঞ্চল্যকর সব তথ্য।
তারা সংগ্রহ করেছেন— মানুষ কোন মাসে সবচেয়ে বেশি পরকীয়ার ঝুঁকিতে থাকেন এবং মানুষ কী কারণে পরকীয়ায় ঝোঁকেন, ইত্যাদি সম্পর্কে। গবেষণায় অংশগ্রহণ করা ২১ শতাংশ পুরুষ জানিয়েছেন, করোনার প্রকোপে দীর্ঘ লকডাউনের পর অফিসে ফিরে তারা নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছে। আর কেবল পুরুষ নয়, নারীদের ক্ষেত্রে দেখা মিলেছে এই ঝোঁকের।
আরও পড়ুন# যেসব খাবার হ্যাপি হরমোন বাড়ায়!
এই ডেটিং সাইটের সমীক্ষা মতে, এই মহামারি বা প্যানডেমিকের পর পরকীয়া বা সঙ্গীর সাথে প্রতারণার ধরনেও এসেছে বিশেষ পরিবর্তন। দেখা গেছে, দীর্ঘ সময় লকডাউনে বাসায় সঙ্গীর সাথে থাকার ফলে একঘেয়ে লেগেছে তাদের। নিজের সঙ্গীর প্রতি কমেছে আকর্ষণ। আর এই বিষয়টি ঘটেছে ৩১ শতাংশ পুরুষের ক্ষেত্রে এবং ২৯ শতাংশ নারীর ক্ষেত্রে।
যে মাসে বাড়ে পরকীয়ার প্রবণতা?
গবেষণা অনুসারে, সেপ্টেম্বর মাসে বছরের অন্যান্য সময়ের তুলনায় বাড়ে পরকীয়ায় প্রবণতা। নানা দেশে গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটির পর শরৎকাল এলেই বাড়ে পরকীয়ার প্রবণতা। এছাড়া অন্যান্য যেসব মাসে পরকীয়ার ঝোঁক বেশি থাকে— জানুয়ারি, জুলাই, জুন, অগাস্ট, মে, মার্চ, অক্টোবর, নভেম্বর।