জাতীয়সন্দেশ

মামার বাসায় গলার ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহ’ত্যা!

সম্প্রতি রাজধানী ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বাসায় (মামার বাসা) ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে মাহিবা (১৬) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহ’ত্যা করেছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১টার দিকে মাহিবাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

জানা যায়, মাহিবা বরিশাল কোতোয়ালি উপজেলার রুপাতলী বটতলা এলাকার মাহবুবুর রহমানের মেয়ে এবং সে দক্ষিণ বনশ্রী ১২/৪ নম্বর রোডে মামা আব্দুর রহমানের বাসায় থাকত।

আরও পড়ুন# বাড়তি খরচে মানুষের এখন টিকে থাকাই দায়!

এই বিষয়ে মামা আব্দুর রহমান জানান— মাহিবা গ্রামের একটি স্কুলের ৯ম শ্রেণিতে পড়ত। তবে সে পড়ালেখা ঠিকমতো না করায় গত ৫-৬ মাস পূর্বে তার বাসায় নিয়ে আসা হয়। রবিবার রাতে সে বাসার সবার অগোচরে গলায় ফাঁস দেয় এবং বাসার লোকজন দেখতে পেলে তাকে হাসপাতালে আনা হয়। তবে সে ঠিক কী কারণে আত্মহ’ন’নের পথ বেছে নিয়েছে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া এবং তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।