জাতীয়সন্দেশ

মার্কিন নিষেধাজ্ঞার পেছনে ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প: বেনজীর আহমেদ!

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন— আধা সামরিক বাহিনীর নেতৃত্ব দেওয়ার সময় তিনি সহ কিছু র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, এটা ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প। তার ফলাফল ছিল এই নিষেধাজ্ঞা, এর সাথে সত্যের কোনো রকম সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, তিন বছর ধরে তার নেপথ্যে একটি চক্রের ২৫ মিলিয়ন ডলারে নিয়োগ দেওয়া ৪টি লবিং ফার্ম কাজ করছে এবং এই সংস্থাগুলো সবশেষে মার্কিন সরকারকে র‍্যাব এবং তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করাতে সক্ষম হয়েছিল।

আরও পড়ুন# চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আগামীকাল!

সেই সংবর্ধনা অনুষ্ঠানে আইজিপি বেনজীর আহমেদ আরও স্পষ্ট করে বলেছেন— মার্কিন সরকারের জোরপূর্বক গু’ম করার অভিযোগের সাথে তার কোনো সম্পর্ক আদতে নেই।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।