মালয়েশিয়ায় সাড়া ফেলেছে ‘দিন – দ্য ডে’, ৯০০ টিকেট বিক্রি!

‘দিন – দ্য ডে’ মালয়েশিয়ায় সাড়া ফেলে দিয়েছে। সেখানে মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও বর্ষার অভিনয়ে নির্মিত ‘দিন – দ্য ডে’ সিনেমাটি। ইতোমধ্যেই সিনেমাটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তুমুল সাড়া ফেলে দিয়েছে।
আগামী ১৬ সেপ্টেম্বর ‘মালয়েশিয়া ডে’। এই দিনটিকে কেন্দ্র করে মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরসহ নয়টি রাজ্যে একসাথে ২৩টি হলে মুক্তি পাচ্ছে বাংলাদেশের আলোচিত সমালোচিত এই সিনেমাটি। সিনেমাটি মালয়েশিয়াতে মুক্তির জন্য সব রকমেত প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। গত ৫ সেপ্টেম্বর থেকে অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। ইতোমধ্যেই কুয়ালালামপুরের কেএলসিসির ও টিজিভির নামক দুটি হলের সকল টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
আরও পড়ুন# শুভ জন্মদিন এটিএম শামসুজ্জামান
কেএলসিসিতে এই সিনেমাটির দর্শকদের চাপে আরও একটি হল খুলতে বাধ্য হয়েছে। এদিকে জহুরবারু এমএমসিনেপ্লেক্সরও সব টিকিট অগ্রিম বুকিং হয়ে গেছে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এর মধ্যেই আরও একটি হলের টিকিট বুকিনহ শুরু করে দিয়েছে। ‘দিন – দ্য ডে’ সিনেমার মালয়েশিয়ার স্পন্সর কোম্পানি আরএমএইচ গ্লোবালের প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদ এই বিষয়ে খবর নিশ্চিত করেছেন।
কুয়ালালামপুর, সেলাংগর, জহুর বারু, কেদাহ, কেলান্তান, মালাক্কা, সেরেম্বান, পাহাং, পেনাংয়ের জিএসসি, টিজিভি, এমবিও, এলএফসি ও এমএমসিসহ আরও কিছু সিঙ্গেল স্ক্রিনেও এই সিনেমা প্রদর্শিত হতে যাচ্ছে। এছাড়াও সিনেকমপ্লেক্স ছাড়াও ‘দিন: দ্য ডে’ সিনেমার লোকেশন ও শো টাইম হলগুলোর নিজস্ব ওয়েব ও অ্যাপে দেখানো হবে।
আগামী ১৬ সেপ্টেম্বর এই সিনেমার নায়ক অনন্ত ও নায়িকা বর্ষা কুয়ালালামপুরে দর্শকদের সাথে বসে সিনেমাটি উপভোগ করবেন। বিকেল ৫ টা ২০ মিনিটের শো’টি এই জুটি টুইন টাওয়ারের টিজিভি সিনেমা হলে দর্শকদের সাথে দেখবেন। এদিকে ১৮ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টা ২০ মিনিটের শো’ও জহুর বারুর সিটি স্কয়ারের এমএম সিনেপ্লেক্সে দর্শকদের সাথে বসে সিনেমাটি দেখবেন অনন্ত ও বর্ষা।