ক্রিকেটখেলাধুলা

মাহমুদউল্লাহকে নিয়ে সিদ্ধান্তহীনতায় বিসিবি!

এশিয়া কাপের মিশনে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। তবে সেই ব্যর্থতার হিসেব বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের চোখ এখন ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে। সে লক্ষ্যে দল ঘোষণাও হবে কিছুদিনের মধ্যেই। আর তাতেই আবারও আলোচনায় সাবেক টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপের দলে রাখা হবে কি-না সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। তার বর্তমান পারফরম্যান্স তার পক্ষে কথা না বলেও অভিজ্ঞতার বিচারে তাকে একেবারে বাদও দেওয়া আচ্ছে না। রিয়াদকে নিয়ে ম্যানেজমেন্টের এই দোটানা স্পষ্ট টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের বক্তব্যেই।

রিয়াদের বিষয়ে সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘যেহেতু রিয়াদ এখনও ক্যাম্পে আছে, সাদা বলের ক্রিকেটে রিয়াদ এখনও আমাদের গুরুত্বপূর্ণ অংশ। চিন্তা মাথায় আছে তবে এখনও সিদ্ধান্ত নেইনি। দল করার সময় সিদ্ধান্ত হবে রিয়াদ থাকবে কি না বা রিয়াদকে আমাদের দলে প্রয়োজন আছে কি না।’

আরও পড়ুন: মুশফিকের বিকল্প ভাবা হচ্ছে কাকে?

একই সঙ্গে রিয়াদ যে এখনও জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাও জানিয়ে দিলেন এই বোর্ড কর্মকর্তা। তিনি বলেন, ‘রিয়াদ এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রিয়াদ কেন সুযোগ পাবে বা কেন পাবে না – এসব নিয়ে আলোচনা হওয়া ভালো।’

সুজনের সরল স্বীকারোক্তি, রিয়াদের যা পারফরম্যান্স সেই বিবেচনায় তাকে দলে রাখার মতো নয়। তাই দলের জন্য যা দরকারি, সে সিদ্ধান্তই নেবে ম্যানেজমেন্ট। তার জায়গায় দেখা যেতে পারে কোনো তরুণকেও।

এই বিষয়ে টিম ডিরেক্টর বলেন, ‘রিয়াদ যে অটোমেটিক চয়েজ – সেটাও বলা যাবে না। তার অভিজ্ঞতা আছে, তবে কার অভিজ্ঞতা আছে আর কার নেই এটার ভিত্তিতে আমরা কাউকে আলাদা করছি না। রিয়াদ যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, রাব্বিও আমাদের জন্য তেমনই গুরুত্বপূর্ণ। সবাই জাতীয় দলের খেলোয়াড়।’

তবে জাতীয় দলে এতো বছর ধরে খেলে আসা রিয়াদের অবদানকে অস্বীকার করছেন না সুজন। বাংলাদেশকে অনেকবার বিপদ থেকে বাঁচিয়েছেন এই ক্রাইসিসম্যান। কখনোবা একাই জিতিয়েছেন ম্যাচ। সেসব মাথায় রেখেই ৩৬ বছর বয়সী রিয়াদের থেকে সেরাটা আশা করছেন তিনি।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।