গত রাতে কাদিজের বিপক্ষে ৪-০ গোলের জয়ে মাদ্রিদকে টপকে এই মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা। ২৪ ঘন্টা না যেতেই আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিলো লা লীগার বর্তমান চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় আজ (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আরসিডি মায়োর্কার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শক্তিমত্তা আর ইতিহাসের বিচারে অনেক দূর এগিয়ে থাকা মাদ্রিদ ফেভারিট হিসেবেই নেমেছিল এই ম্যাচ খেলতে।
আরও পড়ুন: চার ম্যাচ পর জয়ের দেখা পেলো বার্সেলোনা!
কিন্তু খেলার প্রথমার্ধের ৩৫ মিনিটে ক্যাং-ইন লি এর অ্যাসিস্টে গোল করে মায়োর্কাকে এগিয়ে নিয়ে যান ফরোয়ার্ড ভেদাত মুরিকি। ১-০ ব্যবধানে পিছিয়ে যাওয়াতে গোল করাতে আরও মরিয়া হয়ে ওঠে মাদ্রিদ। পরে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ড্যানি ক্যাবালোসের অ্যাসিস্টে দলকে সমতায় ফেরান ফেদরিকো ভালবার্দে।
দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করে মাদ্রিদকে ২-১ গোলে এগিয়ে নেন। এরপর ৮৯ ও ৯০+৩ মিনিটে আরও দুইটি গোল করেন রদ্রিগো ও অ্যান্টনিও রুডিগার। শেষে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় মাদ্রিদ ৪-১ মায়োর্কা।
এই ম্যাচ জেতার মধ্যে দিয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। লা লীগার একমাত্র দল হিসেবে এবারের মৌসুমের প্রতি ম্যাচেই জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।