জাতীয়সন্দেশ

মিয়ানমার ইস্যুতে প্রস্তুত আছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত। আমরা কাউকে ভয় করি না। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, দেশের শ্ত্রুদের মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।

বুধবার (২১ সেপ্টেম্বর) তিন বাহিনীর (বাংলাদেশ সেনাবাহিনী ও নৌ বাহিনী, বাংলাদেশ বিমান) প্রধান ও পুলিশ প্রধানের সঙ্গে বিশেষ বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন# হানিমুনে গিয়ে স্বামীকে মে’রে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী!

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমার নিজেদের অভ্যন্তরে নানা রকম কার্যক্রম চালাচ্ছে, যেটি বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত নয়। তবে বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, আমরা কাউকে কাউন্ট করি না। মিয়ানমার আমাদের ক্ষতি করলে আমরাও ছেড়ে কথা বলব না।

উল্লেখ্য, এর আগে আরাকান আর্মির সাথে সংঘাতের অজুহাতে বেশ কয়েকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে মিয়ানমার। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে। বারবার তলব করা হয়েছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে। তবুও সীমান্তে হামলা বন্ধ হচ্ছে না। এরইমধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর ছোঁড়া বেশ কয়েকটি গোলা এসে পড়েছে বাংলাদেশে। আর তাতে বেশ কয়েকজন আহত হওয়াসহ মারা গেছে এক রোহিঙ্গা কিশোর।

Back to top button

Opps, You are using ads blocker!

প্রিয় পাঠক, আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন, যার ফলে আমরা রেভেনিউ হারাচ্ছি, দয়া করে অ্যাড ব্লকারটি বন্ধ করুন।