
আজ ৩ সেপ্টেম্বর (শনিবার) মিয়ানমার থেকে চারটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের সীমান্তে ঢুকে পরে। তবে তৎক্ষণাৎ তারা আবারও নিজ দেশের সীমান্তে ফিরে যায়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি হেলিকপ্টার থেকে ১০ রাউন্ড ও অন্য একটি হেলিকপ্টার থেকে প্রায় অর্ধশতাধিক রকেট ফায়ার করা হয়। এদের সবকটিই মিয়ানমারের অভ্যন্তরে পড়েছে। তবে একটি রকেট নেভিগেশন ত্রুটির কারণে বাংলাদেশ সীমান্তের চল্লিশ নম্বর পিলারের কাছে বাংলাদেশ সীমান্তের ১২০ মিটার অভ্যন্তরে পতিত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন# সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আলো পাচ্ছে সন্দ্বীপবাসী!
এ ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের কাছাকাছি থমথমে পরিবেশ বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, আরাকানের বিচ্ছিন্নতাবাদী জ’ঙ্গিগোষ্ঠীকে প্রতিহত করতেই এ হামলা চালিয়েছে মিয়ানমারের বিমান বাহিনী।
মিয়ানমার কর্তৃক বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন এবারই নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছিল মিয়ানমারের বেশ কয়েকটি জ’ঙ্গি বিমান। তবে একসাথে চারটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের সীমান্তে প্রবেশের ঘটনা এবারই প্রথম!