
মীরসরাইয়ে যুবলীগ কর্মীকে কু’পিয়ে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা! ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম আকাশ। তিনি স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টা দিকে উপজেলার জুড়ালগঞ্জ এলাকায় তার উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কো’পানো হয় তাকে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন# ছয় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা!
নিহত আকাশ চট্টগ্রামের মীরসরাই উপজেলার জুড়ালগঞ্জ এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি জুড়ালগঞ্জ এলাকায় ফার্নিচারের ব্যবসা করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আকাশের মৃ’ত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ সময় আকাশের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চমেকের বাতাস। তার মরদেহ দেখতে হাসপাতালে ভীড় জমান যুবলীগের নেতা-কর্মীরা।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা বিষয়টি শুনেছি। মামলা হলে আমরা দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।